Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খাস জমিতে প্লট দেখিয়ে ৩০০ কোটি টাকা হজম

অবশেষে র‌্যাবের জালে স্ত্রীসহ প্রতারক নাসিম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২০, ১২:৩২ এএম

খাস ও দখল করা জমি দিয়ে গড়ে তুলেছেন আবাসন প্রতিষ্ঠান নাসিম রিয়েল এস্টেন্ট। শুধু তাই নয়, পানির নিচের জমিও স্বল্পমূল্যে বিক্রির জন্য সাইনবোর্ড ঝুলানো হয়। স্বল্পমূল্যে প্লট দেয়ার কথা বলে প্লটপ্রতি পাঁচ লাখ টাকা হারে প্রায় পাঁচ হাজার চুক্তি করা হয়। এছাড়া রেজিস্ট্রেশন করে দেয়ার কথা বলে প্লাটপ্রত্যাশী প্রত্যেকের কাছ থেকে ১২ থেকে ২০ লাখ টাক নেয়া হয়।

সব মিলিয়ে প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাৎ করেছিলেন ইমাম হোসেন নাসিম (৬৬) নামের এক ব্যক্তি। তবে গত বুধবার রাতে রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তার অপকর্মের সহযোগী তৃতীয় স্ত্রী হালিমা আক্তার সালমাসহ (৩২) নাসিমকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, প্রতারক নাসিমের গ্রামের বাড়ি ভোলায়। দেশ স্বাধীন হওয়ার আগে তার বাবা বেলায়েত হোসেন গ্রাম্য ডাক্তার ছিলেন। পরে তাকে নিয়ে তার বাবা রাজধানীর বাড্ডা এলাকায় চলে আসেন। এরপর নাসিম মিরপুর এলাকায় পড়ালেখা করেন। তিনি নিজেকে গ্রাজুয়েট দাবি করেন। নাসিম ১৯৭৮ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ঠিকাদারির কাজ করে এলেও ২০০২ সাল থেকে অভিনব প্রতারণামূলক কৌশলের মাধ্যমে নিজেকে কথিত নাসিম রিয়েল এস্টেট কোম্পানির মালিক পরিচয় দিতে থাকেন।

এই পরিচয়ে সাইনবোর্ড টানিয়ে, ক্ষেত্রবিশেষে অস্ত্র প্রদর্শনপূর্বক ভয়ভীতি দেখিয়ে সাভারের কাউন্দিয়া এলাকায় অন্যের জমি, খাসজমি দখল করে আবাসিক শহর গড়ে দেয়ার নামে প্রায় পাঁচ হাজার সাধারণ মানুষের সাথে বায়না করে প্রত্যেকের কাছ থেকে পাঁচ লাখ টাকা এবং ২৫০ জনের সঙ্গে ভুয়া চুক্তিপত্র করে প্রত্যেকের কাছ থেকে সাড়ে ১২ লাখ থেকে ২০ লাখ টাকা হাতিয়ে নেন। এভাবে প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। এর পাশাপাশি নাসিম ২০০৫ সাল থেকে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ভিন্ন ভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করতে থাকেন।

গতকাল রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক জানান, নানা অভিযোগে দায়ের করা ৫৫টি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন নাসিম। গ্রেফতার এড়াতে আন্ডারগ্রাউন্ডে গোপন সুড়ঙ্গে ফিঙ্গারপ্রিন্ট সম্বলিত দরজাযুক্ত অফিসে আত্মগোপনে ছিলেন তিনি।

তিনি আরো বলেন, বিভিন্ন সময় নামে-বেনামে ৩২টি সিমকার্ড ব্যবহার করে তিনি প্রতারণা করতেন এবং কাজ সেরে প্রতারণার শিকার মানুষদের ধরাছোঁয়ার বাইরে চলে যেতেন। কখনো কখনো অস্ত্র প্রদর্শন ও ওয়াকিটকি দেখিয়ে নিজের নিরাপত্তাও নিশ্চিত করতেন নাসিম। দেশের সীমান্তবর্তী এলাকা থেকে স্ত্রীর সহযোগিতায় ইয়াবা ও বিদেশি মদ সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক কারবারিদের কাছে বিক্রি করতেন তিনি। এছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় জাল নোটের ব্যবসা পরিচালনা করতেন এ দম্পতি।



 

Show all comments
  • Aminur Rahman Chowdhury ২ অক্টোবর, ২০২০, ৫:১৩ এএম says : 0
    এরকম আরো শত শত ভূয়া লোক আছে, তদন্ত করলে বহু বের হবে।
    Total Reply(0) Reply
  • Babu Bhuiyan ২ অক্টোবর, ২০২০, ৫:১৩ এএম says : 0
    এমন অনেক হাওজিং আছে যারা এভাবে প্রতারিত করে মানুষকে অমুক-তমুক লাগবে অমুক চার্জ লাগবে তোমার চার্জ লাগবে এমন অনেক আছে
    Total Reply(0) Reply
  • MD Salman Sorder ২ অক্টোবর, ২০২০, ৫:১৪ এএম says : 0
    এসব লোকের জন্য সব লোকের দোষ হয়।
    Total Reply(0) Reply
  • Rubel Ahmmed ২ অক্টোবর, ২০২০, ৫:১৪ এএম says : 0
    দেশটাকে দুর্নীতিবাজরা দিনে দিনে তাদের নিজের দখলে নিয়ে নিচ্ছে
    Total Reply(0) Reply
  • Dulal Sharma ২ অক্টোবর, ২০২০, ৫:১৫ এএম says : 0
    ভাল কাজের জন্য ধন্যবাদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে
    Total Reply(0) Reply
  • Ratan Miah ২ অক্টোবর, ২০২০, ৫:১৫ এএম says : 0
    ধন্যবাদ জানাই এর RAB কর্মকর্তাদের, এদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচার করা উচিত তা না হলে সাধারণ জনগণ ভগান্তির শেষ নেই।
    Total Reply(0) Reply
  • Anamul Hoq Arif ২ অক্টোবর, ২০২০, ৫:১৬ এএম says : 0
    বুঝলাম না দেশে এটা কি শুরু হল,মনে কেয়ামতের লক্ষণ।
    Total Reply(0) Reply
  • Sazol Akash ২ অক্টোবর, ২০২০, ৫:১৭ এএম says : 0
    অনেক অনেক ধন্যবাদ এধরনের প্রতারককে ধরার জন্য।
    Total Reply(0) Reply
  • Alamin Nuru ২ অক্টোবর, ২০২০, ৫:১৮ এএম says : 0
    বাংলাদেশে আরো এই রকম চিটার আছে ভুঁড়ি ভুঁড়ি, সচ্ছতা ও জবাবদিহিতা না-থাকার কারণে এমনটা হচ্ছে, ইসলামের আইন দরকার, তাহলে শান্তি পাবে দেশের মানুষ।
    Total Reply(0) Reply
  • Mahabub Alam ২ অক্টোবর, ২০২০, ৫:১৯ এএম says : 0
    যখন দেশে বিদেশে আবাসন মেলায় অংশগ্রহণ করে তখন রিহ্যার কর্মকর্তারা কি ঘুমিয়ে ছিল ?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ