চট্টগ্রামে ৭শ টন পাথরসহ নৌযানডুবি নিখোঁজ ২
চট্টগ্রামের পটিয়ার মুরারী খালে কালারপোল সেতু এলাকার একটি পুরনো পিলারে ধাক্কা লেগে ৭০০ টন পাথর বোঝাই বাল্ডহেড (নৌযান) ডুবে গেছে। মঙ্গলবার সকালে আরেকটি নির্মাণাধীন সেতুর
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় প্রীতি আক্তার (১৪) নামে ৯ম শ্রেণীর এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার বরাঈদ ইউনিয়নের আগ সাভার গ্রামের নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
প্রীতি আক্তার সাটুরিয়া উপজেলার বরাঈদ ইউনিয়নের আগ সাভার গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে। সে স্থানীয় আব্দুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ছিল।
বরাঈদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ বলেন, ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে শুক্রবার সকালে কোন এক সময় প্রীতি নিজ ঘরের আড়ার সাথে ফাসি দিয়ে আত্মহত্যা করেছে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান মিঞা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।