Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফিফা সভাপতির শুভেচ্ছাবার্তা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২০, ৫:৪২ পিএম

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বহুল আলোচিত নির্বাচন ও সাধারণ সভা আয়োজনের জন্য বাফুফেকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বফুটবলের অভিভাবক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। শনিবার দুপুরে এক ভিডিওবার্তায় নির্বাচনের জন্য শুভ কামনার পাশাপাশি বাফুফেকে ধন্যবাদও জানিয়েছেন ফিফা সভাপতি। যেখানে ইনফান্তিনো বলেন,‘প্রিয় কাজী (কাজী মো. সালাউদ্দিন), প্রিয় মাহফুজা (মাহফুজা আক্তার কিরণ), প্রিয় কাউন্সিল সদস্য, প্রিয় বন্ধু, ভদ্রমহিলা এবং মহোদয়গ, প্রথমে আমি বলতে চাই যে, আমি আজ (শনিবার) আপনাদের নির্বাচনী কংগ্রেসকে (সাধারণ সভা) সম্বোধন করতে পেরে কতটা আনন্দিত। এটি একটি গুরুত্বপূর্ণ এবং নির্বাচনী কংগ্রেস। আমি সকল প্রার্থীকে শুভকামনা জানাতে চাই। এই কংগ্রেস ফুটবলের হয়ে বাংলাদেশের পক্ষে কাজ করছে।’

‘দূর্ভাগ্যক্রমে আমি শারীরিকভাবে সেখানে উপস্থিত থাকতে পারিনি। তবে বিশ্বাস করুন, আমি হৃদয় থেকে আপনাদের সঙ্গেই আছি। করোনাভাইরাসের (কোভিড-১৯)কারণে বিশ্বজুড়ে আমাদের সবার ভ্রমণে নানান নিষেধাজ্ঞা রয়েছে। আমাদের মাঝে দূরত্ব থাকলে, এ অবস্থায় আমরা সবাই একসঙ্গেই আছি। এই পরিস্থিতিতে ফুটবল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কেননা এর মূল লক্ষ্যই হলো সবাইকে একত্রিত করা।’

‘ফুটবলের প্রশাসনিক হিসেবে সভাপতি, বোর্ড সদস্য এবং বাংলাদেশের ফুটবল অনুরাগী হিসেবে আপনারা সকলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আপনারা বাংলাদেশ ফুটবলের জন্য যে কাজ করছেন এবং সর্বোপরি বিশ্বের ফুটবলের জন্য তা প্রশংসনীয়।’

‘এক বছর আগেও আমি প্রতিনিয়ত ঢাকায় আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছি। আমি আবারও ঢাকায় যেতে আগ্রহী। যখন সবকিছু স্বাভাবিক হবে, তখন আপনাদের কংগ্রেস উপলক্ষ্যে অবশ্যই আমি ঢাকায় যাবো, যাতে করে আপনাদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে পারি। আমি জানি যে, বাংলাদেশের ফুটবল নিরাপদ ও দক্ষ তত্ত্বাবধানে রয়েছে।’

‘আমি আবারও একটি সফল নির্বাচন কামনা করছি এবং সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আপনাদের কঠোর পরিশ্রমের জন্য। ফিফা আপনাদের পাশে আছে, ফিফা সভাপতি হিসেবে আমিও আপনাদের পাশে আছি। কোভিড-১৯’র এই দুর্যোগপূর্ণ সময়ে আমাদের সাহায্য ও সহযোগিতার দ্বারা আমরা সকলেই একটি দল হয়ে এই পরিস্থিতিকে জয় করব। আমি আবারও একটি সফল নির্বাচনের জন্য আপনাদের শুভকামনা জানাচ্ছি।’

বাফুফের নির্বাচনে এখন ভোটগ্রহণ চলছে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দুপুর ২টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর আগে সকাল ১১টায় শুরু হয়ে প্রায় দুই ঘণ্টা ধরে শান্তিপূর্ণভাবেই বাফুফের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বাফুফের এবারের নির্বাচনে ২১ পদের বিপরীতে দুই প্যানেল ও স্বতন্ত্রসহ মোট ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাফুফে

১২ ফেব্রুয়ারি, ২০২৩
২১ ডিসেম্বর, ২০২১
২২ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ