Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২০, ১২:১৪ এএম

কুমিল্লার দাউদকান্দিতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে মো. সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে তুলে নেয়ার ৯ দিনেও খোঁজ মিলেনি। এর প্রতিবাদে মহাসড়কে মানববন্ধন ও র‌্যালি করেছে এলাকাবাসী। গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সাইফুলের স্ত্রী ও পরিবারের লোকজন অভিযোগ করেন, ২৪ সেপ্টেম্বর দুপুরে চারজন অজ্ঞাত পরিচয়ধারী আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাকে তুলে নেয়। অথচ তুলে নেয়ার পর থেকে বিভিন্ন জায়গায় খোঁজ করে গত ৯ দিনে তার সন্ধান মিলেনি। নিখোঁজ মো. সাইফুল ইসলাম দাউদকান্দি উপজেলার পেন্নাই গ্রামের মৃত আবু ছিদ্দিকের ছেলে।
থানা জিডি সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডে একটি কালো মাইক্রোবাসে থাকা চারজন আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাকে হ্যান্ডকাপ পড়িয়ে গাড়িতে তুলে নিয়ে যায়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন কুমিল্লা ডিবি পুলিশ, র‌্যাব অফিসসহ সম্ভাব্য সকলস্থানে খোঁজে না পেয়ে সাইফুলের বড় ভাই মো. জাহিরুল ইসলাম দাউদকান্দি মডেল থানায় সাধারণ ডায়রি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ