Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে আক্রান্ত ছাড়াল ১৯ হাজার সুস্থ ১৫ হাজার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২০, ১২:০৯ এএম

চট্টগ্রামে আরো ৫৮৪ জনের নমুনা পরীক্ষা করে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৯ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ৬ জন। চট্টগ্রামে এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক লাখ সাত হাজার ৪১৬ জনের। শুরু থেকে এ পর্যন্ত সংক্রমণের হার ১৭ শতাংশ।
গতকাল শনিবার আরো ১৩ জনসহ মোট সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪০৬ জন। সুস্থতার হার ৮১ শতাংশ। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার আরো একজন মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ২৯৪। চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৩ এপ্রিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আক্রান্ত-১৯-হাজার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ