Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

তীব্র সরকারবিরোধী বিক্ষোভ ইসরাইলে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২০, ১২:০৭ এএম

ইসরাইলে শনিবার হাজার হাজার মানুষের অংশগ্রহণে তীব্র সরকারবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। করোনা মোকাবিলায় জারি করা লকডাউন উপেক্ষা করেই এদিন রাজপথে নেমে আসে মানুষ। দুর্নীতির দায়ে বিচারের মুখোমুখি হওয়া নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে আওয়াজ তোলেন তারা। তাদের দাবি, দুর্নীতি ও করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার দায়ে অবিলম্বে নেতানিয়াহুকে সরে যেতে হবে। নেতানিয়াহুর পদত্যাগ ছাড়াও নতুন একটি আইনের বিরুদ্ধে আওয়াজ তোলে আন্দোলনকারীরা। বিতর্কিত ওই আইনে সরকারবিরোধী বিক্ষোভের রাশ টেনে ধরার কথা বলা হয়েছে। স¤প্রতি দেশটির পার্লামেন্ট বিতর্কিত ওই আইনের অনুমোদন দেয়। নতুন আইনে নিজ ঘরবাড়ির এক কিলোমিটারের বেশি দ‚রত্বে বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। সমালোচকরা বলছেন, করোনাভাইরাস মোকাবিলায় ব্যর্থতা এবং নেতানিয়াহুর দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ ঠেকাতে চাতুরিপ‚র্ণ নতুন আইনের আশ্রয় নিয়েছেন নেতানিয়াহু। ওয়াশিংটন পোস্ট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ