Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

নোয়াখালীর ঘটনা ৭১-এর নির্মমতাকে হার মানিয়েছে -বাংলাদেশ খেলাফত আন্দোলন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২০, ৮:২০ এএম

বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন এক বিবৃতিতে বলেছেন, নোয়াখালীর বেগমগঞ্জ থানার একলাসপুর ইউনিয়নের এক নারীকে উলঙ্গ করে গোপনাঙ্গ ও সমস্ত শরীরে নির্যাতন করে সন্ত্রাসী দেলোয়ার, বাদল ও কালাম বাহিনী ৭১-এর নির্মমতাকে হার মানিয়েছে। অতি দ্রুত সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে মা-বোনদের উজ্জত রক্ষায় দেশের জনগণ রাজপথে নামতে বাধ্য হবে। তিনি বলেন, সিলেট ও নোয়াখালীসহ সারাদেশে অব্যাহত ধর্ষণের বিচার না হওয়ায় দেশে নারী নির্যাতন, সন্ত্রাস, খুন, ধর্ষণ ব্যাপকভাবে বেড়ে চলেছে। দল-মতের উর্ধ্বে গিয়ে শরীয়া আইনে মাত্র ১টি বিচার কার্যকর করা হলে সারাদেশে ধর্ষণ বন্ধ হয়ে যাবে। মুফতি সুলতান মহিউদ্দিন আরো বলেন, বাংলাদেশের প্রচলিত আইনে যতটুকু শাস্তি রয়েছে, তা প্রয়োগে নানাবিধ বিলম্ব আর বিভিন্ন রাজনৈতিক-অরাজনৈতিক চাপের কারণে ধর্ষণের উপযুক্ত শাস্তি হয় না। ইসলামী শরিয়তে ধর্ষণের সুনির্দিষ্ট শাস্তি রয়েছে, তা বাস্তবায়ন হলে সমাজ থেকে ধর্ষণ ও ব্যভিচারের মত অপরাধগুলো নির্মূল হয়ে যেতে বাধ্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ খেলাফত আন্দোলন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ