Inqilab Logo

ঢাকা বুধবার, ২৭ জানুয়ারি ২০২১, ১৩ মাঘ ১৪২৭, ১৩ জামাদিউস সানী ১৪৪২ হিজরী

তানজিন তিশার করোনা পজিটিভ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২০, ৯:২৯ এএম

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ছোট পর্দার মডেল ও অভিনেত্রী তানজিন তিশা। আপাতত নিজ বাসাতেই আইসোলেশনে রয়েছেন তিনি। এমনটি নিশ্চিত করেছেন তিশা নিজেই।

জানা গিয়েছে, গেল কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তানজিন তিশা। পরে বাড়ির অন্য সদস্যদের নিরাপত্তার কথা ভেবে নিজের কোভিড টেস্ট করান তিনি। এরপর রোববার (৪ অক্টোবর) টেস্ট রিপোর্ট হাতে পেলে জানা যায়, ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন তিনি।

এদিকে সোমবার (৫ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তানজিন তিশা লেখেন, 'আমার দুইদিন জ্বর থাকার পর আশেপাশের মানুষের নিরাপত্তার জন‍্য নিজের ইচ্ছায় গিয়ে করোনা টেস্ট করাই। রিপোর্টে আমার কোভিড ধরা পরে।'

সবার কাছে দোয়া চেয়ে অভিনেত্রী আরও লিখেছেন, 'বতর্মানে আমি ভালো আছি। শুধু কোনো কিছুর গন্ধ পাচ্ছি না। তাই আমি এখন নিজ বাসায় আইসোলেশনে আছি। সবাই আমার এবং আমার পরিবারের জন‍্য দোয়া করবেন।' 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিভি নাটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ