Inqilab Logo

ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০, ১২ অগ্রহায়ণ ১৪২৭, ১১ রবিউস সানি ১৪৪২ হিজরী
শিরোনাম

সিলেটে তেল ও পানির বোতলে মদের ব্যবসা, গ্রেফতার এক

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২০, ২:২০ পিএম

সিলেটে দীর্ঘদিন থেকে তেল ও পানির বোতলে চলছে দেশীয় চোলাই মদের ব্যবসা। এমন তথ্যের ভিত্তিতে শাহপরাণ থানাধীন উত্তর জাহারপুর থেকে র‌্যাব ময়না বিদাস (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বিদাস দক্ষিণ সুরমার সাধুরবাজারের মৃত বিদেষী রবি দাসের ছেলে।
এসময় র‌্যাব তার কাছ থেকে ২৫০ লিটার চোলাই মদ উদ্ধার করে। এ ঘটনায় মাদক আইনে শাহপরাণ থানায় র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করেন। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে শাহপরাণ থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
এরআগে সোমবার (৫ অক্টোবর) রাতে গোপন তথ্যের ভিত্তিত র‌্যাব-৯ অতিরিক্ত পুলিশ সুপার সামিউল ইসলাম ও এএসপি আফসান আল আলমের সমন্বয়ে গঠিত র‌্যাবের একটি দল এ অভিযান চালায়। বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ