Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

শীঘ্রই ৫০ ওভারের ক্রিকেট ফিরছে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২০, ৮:০০ পিএম

তিন দলের লড়াইয়ের মধ্যদিয়ে শীঘ্রই ৫০ ওভারের ক্রিকেট ফিরছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী ১১ অক্টোবর থেকে

তিন দলের ৫০ ওভারের টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্টটিতে তিন দলের হয়ে ৪৫ ক্রিকেটার অংশ নেওয়ার সুযোগ পাবেন। দলগুলোর নেতৃত্বে কারা থাকবেন এ ব্যাপারে সিদ্ধান্তও নিয়েছে বিসিবি। গতকাল বিকেলে সংবাদমাধ্যমকে প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তথ্য মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, তিন দলের মধ্যে ‘তামিম একাদশের’ নেতৃত্বে তামিম ইকবাল, ‘মাহমুদউল্লাহ একাদশের’ নেতৃত্বে মাহমুদউল্লাহ এবং ‘নাজমুল একাদশের’ নেতৃত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত। তিন দলের সীমিত ওভারের টুর্নামেন্টে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে দু’টি করে ম্যাচ খেলবে। ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল। যা সরাসরি সম্প্রচার করা হবে টেলিভিশনে।

বিসিবির এই টুর্নামেন্ট দিয়েই করোনাভাইরাস বিরতির পর প্রথমবার ৫০ ওভারের ক্রিকেটে ফিরছে বাংলাদেশে। এর আগে স্কিল ক্যাম্পে দু’টি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছেন তামিম-মুশফিকরা। এবার সাদা বলের ক্রিকেটে ফিরছেন তারা ৫০ ওভারের লড়াই দিয়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ