পদ্মা থেকে ৩ ড্রেজারসহ গ্রেফতার ৭
পদ্মা নদী থেকে অবৈভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত তিন কোটি ষাট লাখ টাকা মূল্যের ৩টি ড্রেজারসহ ৭ জনকে গ্রেফতার করে জেলার ডিবি টিম। গত বৃহস্পতিবার
সাতক্ষীরা জেলা সংবাদদাতা
সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে হাফিজুর রহমান (৩৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। হাফিজুর শ্যামনগর উপজেলার ধুমঘাট শীলতলা গ্রামের নূর আলীর ছেলে। গতকাল শুক্রবার সকালে একটি ক্লাবের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, হাফিজুর প্রতিদিনের ন্যায় শুক্রবার সকাল ৯টার দিকে নিজ বাড়ীসংলগ্ন ধান ক্ষেতে কাজ করার জন্য ৫শ’ বিঘা ক্লাবের পাশ দিয়ে বিলের মধ্যে যাচ্ছিলেন। এ সময় অসাবধনতাবশতঃ তিনি পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে পড়েন। এরপর অন্যান্য কৃষকরা তাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মাহবুবুর রহমান শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর তার মৃত্যু নিশ্চিত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।