মিথ্যাচার করছে একরাম চৌধুরী এমপি : কোম্পানীগঞ্জে আবদুল কাদের মির্জা
নোয়াখালীর বসুরহাট পৌরসভার নব-নির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা একরাম চৌধুরীকে উদ্দেশ্যে করে বলেছেন, আমি যখন অপরাজনীতি বন্ধের কথা বলি, টেন্ডারবাজির বিরুদ্ধে কথা বলি, চাকরি বাণিজ্যের
২ বান্ধবীকে নিয়ে বেড়াতে যায় কয়েকজন। সেখানে যুক্ত হয় আরও কয়েকজন। সব মিলে ১২ জন। আর এই ১২ জন মিলে ২ বান্ধবীকে দলবেঁধে ধর্ষণ করে। সেই ধর্ষণের দৃশ্য ভিডিও করা হয়। সেই ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়া হয়েছে।
রাজধানীর পাশেই আশুলিয়ায় দুই বান্ধবীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে কিশোর গ্যাংয়ের ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদের ভাদাইল এলাকা থেকে আটক করা হয়।
গত ৩০শে আগস্ট আশুলিয়ার ভাদাইল পবনারটেক এলাকায় ছেলে বন্ধুসহ বেড়াতে যায় দুই কিশোরী। এসময় ১২ সদস্যের কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই কিশোরীকে দলবেঁধে ধর্ষণ করে। এ ঘটনার ভিডিও ধারণ করে। সম্প্রতি কিশোর গ্যাংয়ে দুই পক্ষের দ্বন্দ্বে ভিডিওটি স্থানীয়ভাবে ফাঁস হলে বিষয়টি পুলিশের নজরে আসে।
ঘটনার ৩৫ দিন পর কিশোর গ্যাংয়ের তিন সদস্য জাকির, ডায়মন্ড আলামিন ও রাকিবকে আটক করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।