Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

চাঁদার জন্য মানুষকে পুড়িয়ে হত্যা পুলিশের বর্বরতার প্রমাণ : মির্জা ফখরুল

প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : চাঁদা না দেয়ায় পুলিশের ছুঁড়ে মারা আগুনে পুড়ে চা দোকানদার বাবুল মাতাব্বরের মৃত্যুকে অমানবিক ও বর্বরোচিত উল্লেখ করে এবং তীব্র ক্ষোভ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, দেশবাসী আজ আওয়ামী দূঃশাসকদের নির্মম, পৈশাচিক ও দূর্ধর্ষ সব সন্ত্রাসীতা-ব দেখে আতংকিত। পুলিশ এখন নিজেই সন্ত্রাসী কর্মকা- করছে। তা আরেকবার প্রমাণিত হলো-চা বিক্রেতা বাবুল মাতব্বর এর নিকট থেকে চাঁদা না পেয়ে নির্দয়ভাবে কেরোসিনের চুলার আগুন দিয়ে তাকে হত্যা করার মধ্যদিয়ে দুষ্টের দমন ও শিষ্টের পালন পুলিশের কর্তব্য হলেও তা অনুরসরণ করাকে তারা ঘৃণা করছে। দুষ্টকে দমন না করে বরং পুলিশই এখন চাঁদাবাজীর মতো কর্মকা-ে লিপ্ত হয়ে দুষ্টদের উৎসাহিত করছে। গরীব মানুষের নিকট থেকে চাঁদা আদায়ের মতো অমানবিক ও নির্দয় কর্মকা- দেখে দেশবাসী এখন হতবাক ও বিস্মিত। পুলিশ কর্তৃক গরীব মানুষদের নিকট থেকে চাঁদা আদায়ে জুলুমবাজি ও পৈশাচিক কর্মকা- দেশকে চরম নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে।
বিএনপি’র মহাসচিব অবিলম্বে গরীব চা বিক্রেতা বাবুল মাতাব্বর ওপর হামলা করে তাকে হত্যাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাঁদার জন্য মানুষকে পুড়িয়ে হত্যা পুলিশের বর্বরতার প্রমাণ : মির্জা ফখরুল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ