Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

কাশ্মির ইস্যুতে পাকিস্তানের সঙ্গে বৈঠকে নারাজ ভারত

প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিশ্বের কোনো শক্তি কাশ্মির কেড়ে নিতে পারবে না : রাজনাথ
ইনকিলাব ডেস্ক : ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের চলমান অচলাবস্থা নিয়ে পাকিস্তানের সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, কাশ্মির সমস্যায় পাকিস্তানকে আবারও সরাসরি দায়ী করে পাকিস্তান কাশ্মিরের একাংশ দখল করে রেখেছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে যদি আলোচনা হয়, তবে তা কাশ্মির সম্পর্কিত হবে না। তা হবে পাকিস্তান অধিকৃত কাশ্মিরের বিষয়ে। তিনি কাশ্মিরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করে বলেন, বিশ্বের কোনও শক্তি কাশ্মিরকে আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। উল্লেখ্য, গত ৮ জুলাই অনন্তনাগের কোকেরনাগ এলাকায় সেনা ও পুলিশের বিশেষ বাহিনীর যৌথ অভিযানে হিজবুল কমান্ডার বুরহান ওয়ানিসহ স্বাধীনতাকামী তিন হিজবুল যোদ্ধা নিহত হন। বুরহানের নিহতের খবর ছড়িয়ে পড়লে কাশ্মির জুড়ে উত্তেজনা বাড়তে থাকে। বিক্ষুব্ধ কাশ্মিরিদের দাবি, বুরহানকে ভুয়া এনকাউন্টারে হত্যা করা হয়েছে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রথমে পুলওয়ামা ও শ্রীনগরের কিছু অঞ্চলে কারফিউ জারি করা হয়। পরবর্তীতে বিক্ষোভের মাত্রা বেড়ে গেলে কাশ্মিরের দশটি জেলা, এমনকি দূরবর্তী গ্রামেও কারফিউ জারি করা হয়। সেই থেকে আজও পর্যন্ত কাশ্মিরে অচলাবস্থা বিরাজ করছে। চলমান সংঘর্ষে এখন পর্যন্ত নিহতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। কাশ্মিরের এই অবস্থার জন্য রাজনাথ আঙ্গুল তুলেছেন পাকিস্তানের দিকেই। রাজ্যসভায় দেয়া বক্তৃতায় গত বুধবার তিনি বলেন, কাশ্মিরে যা হচ্ছে, তা পাকিস্তানের ইন্ধনেই হচ্ছে। কাশ্মিরের বিভিন্ন দলের সঙ্গে কথা বললেও পাকিস্তানের সঙ্গে কথা বলতে নারাজ রাজনাথ সিং। ইন্ডিয়ান এক্সপ্রেস।    



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মির ইস্যুতে পাকিস্তানের সঙ্গে বৈঠকে নারাজ ভারত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ