Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভিক্ষায় পাওয়া লটারিতে ৪৭ লক্ষ টাকা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২০, ১০:২৭ এএম

ভাগ্যে থাকলে ফেরায় কে? রাস্তায় ভিক্ষাবৃত্তি করে চলে যাদের জীবন। এ রকমই চার ব্যক্তি জিতেছেন বিশাল অঙ্কের লটারি। কী অবিশ্বাস্য?
ফ্রান্সের পশ্চিমের বন্দর শহর ব্রেইস্ট। সেখানকার রাস্তাতেই পাশাপাশি ভিক্ষা করেন চার ব্যক্তি। তাঁদের সকলেরই বয়স ৩০-এর কোঠায়। সম্প্রতি এক ব্যক্তি তাঁদের এক ইউরো মূল্যের একটি স্ক্র্যাচকার্ড দিয়ে যান। সেই স্ক্র্যাচকার্ড থেকেই তাঁরা জিতেছেন ৫০ হাজার ইউরো অথবা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৪৭ লক্ষ টাকা।
ফরাসি লটারি সংস্থা এফডিজে, গত মঙ্গলবার (৬ অক্টোবর) এই ঘটনার খবর জানিয়েছে। ওই পুরস্কার মূল্য চারজনের মধ্যে ভাগ করে দিয়েছে এফডিজে। ওই সংস্থার মুখপাত্র বলেছেন, ‘‘এই পুরস্কার পেয়ে তাঁরা হতবাক হয়ে গিয়েছিলেন। ওই অর্থ কীভাবে খরচ করবেন, তার কোনও পরিকল্পনা নেই। তাঁরা এই অর্থ দিয়ে শহর ছাড়ার কথা ভাবছেন।’’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্রান্স


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ