Inqilab Logo

ঢাকা বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০, ১৮ অগ্রহায়ণ ১৪২৭, ১৭ রবিউস সানি ১৪৪২ হিজরী

সাতক্ষীরায় তৃতীয় শ্রেণির স্কুলছাত্রের লাশ উদ্ধার

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২০, ১১:২৫ এএম

সাতক্ষীরায় তৃতীয় শ্রেণীর এক স্কুলছাত্রের লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার (০৯ অক্টোবর) সকালে সদর উপজেলার ঝিটকা গ্রামের ধানক্ষেত থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত শিশুর নাম হৃদয় মন্ডল (৯)। সে ঝিটকা গ্রামের বিকাশ মন্ডলের ছেলে।
হৃদয় মন্ডল ঝিটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় হৃদয় বৃহস্পতিবার
বিকালে কোচিং করার জন্য বাসা থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। হৃদয়ের সন্ধানে শহরে মাইকিংও করা হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে আজ সকালে ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সাতক্ষীরা সদর থানার ওসি মোঃ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশুর লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ