বাকৃবি সাংবাদিক সমিতির নতুন কমিটি সভাপতি বাশার, সম্পাদক জাহিদ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) ২০২১ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ১৫ সদস্য
সিলেটের জাফলং পিয়াইন নদী থেকে ভাসমান অবস্থায় ভারতীয় এক নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তি ভারতীয় কোন খাসিয়া নাগরিকের হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। লাশটি ভারতের সীমান্তরক্ষী বিএসএফ’র কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আজ শনিবার সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকায় পিয়াইন নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে গোয়াইনঘাট থানার এসআই আতিকুজ্জামান জুনেল ও এসআই দেবজিৎ দাশসহ পুলিশ ও বিজিবি সদস্যরা লাশটি নদী থেকে লাশ উদ্ধার করেন।
গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ বলেন, উদ্ধার হওয়া লাশটি ভারতের কোন খাসিয়ার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ডাউকি নদীতে পড়ে স্রোতের টানে হয়তো লাশটি বাংলাদেশ সীমান্তে চলে এসেছে। বিজিবিকে বিষয়টি অবগত করা হয়েছে। তারা বিএসএফ’র সাথে আলোচনা করে পরবর্তী কার্যক্রম ও তাদের কাছে লাশ হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।