Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভুল অপারেশন করায় চিকিৎসক ও ক্লিনিকের বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা

গাজীপুরের শ্রীপুরে এক রোগীর রোগ না থাকলেও ভয় দেখিয়ে ভুল অপারেশন করার অভিযোগে গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ ভিকটিমের স্বামী মোশাররফ হোসেন ৫৭৭ নং সিআর মোকদ্দমা করেছে। মামলা ও বাদী সূত্রে জানা যায়, ২৯ জুলাই শ্রীপুরের মাওনা চৌরাস্তাধীন জনৈক জেনারেল ফিজিশিয়ান আবুল হোসেনের মালিকানাধীন আলহেরা হাসপাতালের নির্ধারিত চিকিৎসক এসোসিয়েট প্রফেসর ডা: হাজেরা খাতুন কেওয়া পশ্চিমখন্ড গ্রামের মোশাররফ হোসেনের স্ত্রী মাহমুদা আক্তারকে ভর্তি করলে জরায়ুতে টিউমার রয়েছে এবং দ্রুত অপারেশন করতে হবে বলে ভয় দেখিয়ে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। কিন্তু অপারেশন থিয়েটারে অর্ধেক অপারেশন করার পর ডাক্তার বুঝতে পারে ঋতুস্রাবজনিত সমস্যা। ইতোমধ্যে রোগীর মাত্রাতিরিক্ত রক্তক্ষরণ হলে রক্ত বন্ধ করতে না পেরে হাসপাতাল থেকে ডা: হাজেরা খাতুন ও ডা: আবুল হোসেন পালিয়ে যায়। পরে প্রায় ৩০ মিনিট অপারেশন থিয়েটারে রোগী যন্ত্রণায় কাতরানোকালে অবস্থা আশংকাজনক হয়ে পড়লে রোগীর চিৎকার-চেঁচামেচিতে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা। রোগীর স্বামী মোশাররফ হোসেন জানান, তার স্ত্রী মাহমুদা আক্তার ঋতুস্রাবকালীন ব্যথার জন্য হাসপাতালে যান। পরে ওই ডাক্তার জরায়ুতে জরুরি অপারেশনের কথা বলে অর্ধেক অপারেশন করে পালিয়ে যায়। এ ব্যাপারে চিকিৎসকদের সাথে কথা বলতে চাইলে কাউকে পাওয়া যায় নি এবং তাদের ফোন বন্ধ পাওয়া যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভুল অপারেশন করায় চিকিৎসক ও ক্লিনিকের বিরুদ্ধে মামলা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ