Inqilab Logo

ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২০, ১০ অগ্রহায়ণ ১৪২৭, ০৯ রবিউস সানি ১৪৪২ হিজরী

গরু বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ৩ বান্ধবী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২০, ১২:০৪ এএম

ভারতে সড়ক দুর্ঘটনায় তিন নারী নিহত হয়েছেন। দেশটির গণমাধ্যম দ্য হিন্দু জানায়, পথভ্রষ্ট এক গরুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান তারা। মধ্যপ্রদেশের গুনা জেলার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গাড়িতে চারজন ছিলেন। তারা সবাই বান্ধবী। চার বান্ধবী দিল্লিতে ফেরার সময় এই ঘটনা ঘটে। অন্য জন গুরুতর অবস্থায় হাসপাতালে। নিহতরা হলেন সন্তোষ কুমারী (৪৮), গায়ত্রী সিং (৪২) এবং পুনম ভারতী (৪০)। গাড়ি চালাচ্ছিলেন বিন্দু শর্মা (৪০)। তিনি এখন হাসপাতালে। সন্তোষ কুমারী স্পটেই মারা যান। হাসপাতালে আনার পথে প্রাণ যায় পুনমের। গায়ত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাসপাতালে । বিন্দু শর্মা পুলিশকে জানিয়েছেন, রাস্তায় হঠাৎ একটা গরু চলে আসায় তিনি ব্রেক করেন। তখন নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে আছড়ে পড়ে গাড়ি। তিনি বলেন, ‘রাস্তায় হঠাৎ গরু দেখে আমি ভড়কে যাই। চেষ্টা ছিল গরুটাকে বাঁচানোর। তাই ব্রেক করেছিলাম। পরে আমার আর কিছু মনে নেই।’ চিকিৎসকেরা জানিয়েছেন, বিন্দুর অবস্থা এখন কিছুটা স্থিতিশীল। এনডিটিভি।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রাণ

১৬ নভেম্বর, ২০২০
১২ নভেম্বর, ২০২০
৬ নভেম্বর, ২০২০
১২ অক্টোবর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ