Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রতারণার মামলায় সাহেদ রিমান্ডে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২০, ১২:০০ এএম

প্রতারণার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে চার দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত।

গতকাল রোববার চট্টগ্রাাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে শুনানি শেষে এ আদেশ দেয়া হয়। বাদিপক্ষের আইনজীবী ধীতিমান আইচ বলেন, আদালতে ১০ রিমান্ড চাওয়া হয়েছে। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে সাহেদকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরওয়ার জাহানের আদালতে তোলা হয়। আদালতে তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হলে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে।

পরে শুনানির জন্য সিএমএম শফি উদ্দিনের আদালতে পাঠিয়ে দেয়া হয়। গত ১৩ জুলাই চট্টগ্রামের ডবলমুরিং থানায় ঢাকায় রুট পারমিট নিয়ে দেয়ার কথা বলে মেগামার্ট নামে গাড়ির যন্ত্রাংশ আমদানিকারক প্রতিষ্ঠান থেকে ৯১ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে সাহেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাহেদ-রিমান্ডে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ