Inqilab Logo

ঢাকা সোমবার, ২৫ জানুয়ারি ২০২১, ১১ মাঘ ১৪২৭, ১১ জামাদিউস সানী ১৪৪২ হিজরী

শিবগঞ্জে ভারতীয় জাল রূপিসহ একজন আটক

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২০, ৬:১৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পুখুরিয়া পেট্রোল পাম্পের সামনে হতে ২১ লাখ ৩০ হাজার ভারতীয় জাল রূপিসহ আবদুল বাসিদ (২৮) নামে একজনকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। আটক ব্যক্তি হচ্ছে- শিবগঞ্জ উপজেলার কানসাট কাঠগড় এলাকার গোলাম নবীর ছেলে। সোমবার বিকেলে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ মাহবুব আলম খাঁন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহের নেতৃত্বে সোমবার ভোর সাড়ে ৪টায় কানসাট ইউনিয়নের পুখুরিয়া পেট্রোল পাম্পের সামনে হতে আবদুল বাসিদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ভারতীয় ২ হাজার জাল রূপির ১১টি বান্ডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাল রূপি ভারতে নিয়ে যাবার উদ্দেশ্যে ঢাকা হতে নিয়ে এসেছে বলে স্বীকার আটক বাসিদ। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক

১৪ ডিসেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন