Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আদিল খানের হত্যাকান্ড সাম্প্রদায়িক উস্কানি ছাড়া কিছু নয় : ওয়াইসি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২০, ১২:০৪ এএম

পাকিস্তানের প্রখ্যাত আলেম মাওলানা ড. মুহাম্মদ আদিল খানের শাহাদাতে ভারতের বিখ্যাত মুসলিম স্কলার ও আইনজীবী ড. আসাদুদ্দীন ওয়াইসি শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি বলেন, পাকিস্তানের বিখ্যাত আলেম ড. আদিল খানের হত্যাকান্ড সাম্প্রদায়িক উস্কানি ছাড়া কিছু নয়। মাওলানা ড. মুহাম্মদ আদিল খানের শাহাদাত অত্যন্ত মর্মান্তিক জাতীয় ট্রাজেডি। যারা ড. আদিল খানের খুনের সাথে জড়িতদের গ্রেফতার করে পাকিস্তান সরকার দৃষ্টান্ত স্থাপন করুক, পাকিস্তান সরকারের কাছে এমনটাই প্রত্যাশা ড. আসাদুদ্দীন ওয়াইসীর। প্রসঙ্গত, গত শনিবার রাতে করাচিতে শপিং সেন্টারের বাইরে একটি টয়োটা ভিগো গাড়িতে বসেছিলেন মাওলানা আদিল খান। এ সময় চালকসহ তাকে গুলি করে হত্যা করা হয়ে। সন্ত্রাসীরা মোটরসাইকেলে করে এসে গুলি করে পালিয়ে যায়। উল্লেখ্য, মাওলানা আদিল খান পাকিস্তান জামিয়া ফারুকিয়া করাচির প্রতিষ্ঠাতা শাইখুল হাদিস ও পাকিস্তান মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সাবেক সভাপতি আল্লামা সলিমুল্লাহ খানের ছেলে। তিনি জামিয়া ফারুকিয়ার প্রিন্সিপালও ছিলেন। গতকাল রোববার জামিয়া ফারুকিয়ায় তার ও তার চালক মকসুদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওয়াইসি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ