পৌরসভা নির্বাচনঃ কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে কুপিয়ে জখম

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম দীপ্ত (২৫)কে কুপিয়ে
তিন দফা দাবিতে ভারতীয় শ্রমিকদের ডাকা ট্রাক ধর্মঘটে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। গতকাল মঙ্গলবার সকালে স্থলবন্দরের আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল এ কথা জানান।
তিনি বলেন, ভারতীয় ট্রাক মালিক-শ্রমিকদের সংগঠন তিন দফা দাবিতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ৭২ ঘণ্টা ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে। গত সোমবার শুরু হওয়া ভারতীদের এ ট্রাক ধর্মঘট চলবে বুধবার পর্যন্ত। ফলে বন্দর খোলা থাকলেও সোমবার থেকে বুড়িমারী স্থলবন্দরে কোনো পণ্য আমদানি-রফতানি হয়নি।
এ বিষয়ে ভারতীয় ব্যবসায়ীদের দেয়া পত্র অনুযায়ী বুড়িমারী বন্দরের ব্যবসায়ীরাও আমদানি-রফতানি বন্ধ রেখেছেন। আগামী বৃহস্পতিবার পুনরায় পণ্য আমদানি-রফতানি চালু করা হবে বলেও জানান রুহুল আমিন বাবুল। বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।