Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস্ এসোসিয়েশন-এর নবনির্বাচিত কমিটি

প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস এসোসিয়েশন অব বাংলাদেশ এর দ্বি-বার্ষিক নির্বাচন ২০১৬ সম্পন্ন হয়েছে। গত ১১ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার ড. ইনামুল হক আনুষ্ঠানিকভাবে নব নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন। মামুনুর রশীদকে সভাপতি এবং মনোয়ার হোসেন পাঠানকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। উল্লেখ্য এবারের নির্বাচনে ২৭টি পদের বিপরীতে কোন পদেই প্রতিদ্ব›দ্বী না থাকায় নির্বাচন কমিশন বিনা প্রতিদ্ব›িদ্বতায় ২৭ সদস্যবিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন। তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের সদস্যরা হলেন ড.এনামুল হক, মান্নান হীরা এবং শর্মিলী আহমেদ। নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোহন খান, এম এনায়েত উল্লাহ পাটোয়ারী ও মাহবুবা শাহরীন তায়েব (মিতু)। সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন দোদুল ও অরণ্য আনোয়ার। সাংগঠনিক সম্পাদক রফিক উল্লাহ সেলিম। অর্থ সম্পাদক মুজিবুর রহমান মুজিব। দপ্তর সম্পাদক রেজাউল হক রেজা। প্রচার ও প্রকাশনা সম্পাদক আনজাম মাসুদ। আইন বিষয়ক সম্পাদক তারেখ মিন্টু। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এ কে আজাদ। আর্কাইভ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনসারুল আলম লিংকন। শিক্ষা ও গবেষণা সম্পাদক জহির আহমেদ। সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. জামাল উদ্দিন। নির্বাহী সদস্য আলী বশির, বাবুল আহমেদ, সাদেক সিদ্দিকী, শাকুর মজিদ, মাজহারুল ইসলাম, মাহফুজ আহমেদ, শাহরিয়ার শাকিল, মোজাহের উদ্দিন চৌধুরী কমল, মুনতাসির মামুন সাজু, আরশাদ আদনান। নবনির্বাচিত সভাপতি মামুনুর রশীদ বলেন, টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ শৈলীকে আরো গতিশীল, প্রজ্ঞাময় ও পেশাদার রূপ দেয়া, টেলিভিশন চ্যানেলের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি, সময়োপযোগী অনুষ্ঠান নির্মাণসহ নানা ধরনের পেশাদারী কাজকে সকলের সহযোগিতায় আরো গতিশীল করতে চাই। মনোয়ার হোসেন পাঠান বলেন, প্রযোজক, পরিচালক, নাট্যকার, শিল্পী, কলাকুশলী ও টেলিভিশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাই একত্রিত হয়ে টেলিভিশন অনুষ্ঠানকে আরো গতিশীল করতে হবে এবং টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ সংশ্লিষ্ট সকলের স্বার্থ সুরক্ষায় এই কমিটি বলিষ্ঠ ভূমিকা পালন করবে, যাতে সামনের দিনগুলোতে আমাদের টেলিভিশন অনুষ্ঠান আরো সমৃদ্ধ ও প্রশংসিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস্ এসোসিয়েশন-এর নবনির্বাচিত কমিটি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ