চট্টগ্রামে ৭শ টন পাথরসহ নৌযানডুবি নিখোঁজ ২
চট্টগ্রামের পটিয়ার মুরারী খালে কালারপোল সেতু এলাকার একটি পুরনো পিলারে ধাক্কা লেগে ৭০০ টন পাথর বোঝাই বাল্ডহেড (নৌযান) ডুবে গেছে। মঙ্গলবার সকালে আরেকটি নির্মাণাধীন সেতুর
পটুয়াখালীর মির্জাগঞ্জে পায়রা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ২ জনকে কারাদন্ড প্রদান করা হয়।
বুধবার(১৪ অক্টোবর) রাত সাড়ে ১২ থেকে সকাল ৬টা পর্যন্ত উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান উজ্জামান ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
এ সময় ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল থানা সংলগ্ন এলাকায় বসে পুড়িয়ে ফেলা হয়, যার বাজারমূল্য ১ লক্ষ টাকা ও দক্ষিণ মির্জাগঞ্জ গ্রামের সত্তার জোমাদ্দার (৬৫), রাঙ্গাবালী উপজেলার কাউখালী গ্রামের রফিকুল ইসলাম (৪৫) নামের দুই জেলেকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃতানজিমুল ইসলাম জানান, মা ইলিশ রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।