Inqilab Logo

ঢাকা শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০, ১৯ অগ্রহায়ণ ১৪২৭, ১৮ রবিউস সানি ১৪৪২ হিজরী
শিরোনাম

ফাহমিদা নবীর নতুন গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২০, ১২:০২ এএম

নতুন একটি গানে কণ্ঠ দিলেন সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী। গানটির শিরোনাম ‘কোনো মানে নেই’। গানটি লিখেছেন, ওমর ফারুক বিশাল। সুর-সংগীত পরিচালনা করেছেন জিয়া খান। সংগীতায়োজনে জাহিদ বাশার পঙ্কজ। সম্প্রতি গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। এতে ফাহমিদার সাথে কণ্ঠ দিয়েছেন প্রবাসী গায়ক তসলিম। দ্বৈতকণ্ঠের পাশাপাশি একক ট্র্যাক হিসেবে ফাহমিদার কণ্ঠেও গানটি প্রকাশ পাবে। গানটি গেয়ে বেশ উচ্ছ্বসিত ফাহমিদা। তিনি বলেন, জিয়া খান খুব ভালো সুর করে। সুন্দর কথার গানটির সুর-সংগীতায়োজনও চমৎকার করেছে। এটি সেমি মেলো-ক্লাসিক্যাল ঘরানার মিষ্টি প্রেমের গান। কথা-সুরের মধ্যে বেশ দরদ আছে। যে কারোরই গানটি ভালো লাগবে। জিয়া খান বলেন, ফাহমিদা আপা আমার প্রত্যাশার চেয়েও অনেক বেশি ভালো গেয়েছেন। তার কণ্ঠ নেওয়ার পর নিজের মধ্যে এক ধরনের ভালোলাগা কাজ করছে। আমি অত্যন্ত খুশি। তসলিম হাসানও বেশ ভালো গান করেন। আর গীতিকবি ওমর ফারুক বিশাল বেশ ভালো লিখেছেন। আশা করছি, গানটি শ্রোতাদের মুগ্ধ করবে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফাহমিদা-নবী

১৫ অক্টোবর, ২০২০
আরও পড়ুন