Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

নাটোর স্টেশন বাজার দশ টাকার স্লিপে ৭০ টাকা আদায়

নাটোর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

নাটোর স্টেশন বাজার এলাকায় তরকারির বাজারে ইজারাদারের অতিরিক্ত টোল আদায়ের জন্য জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ইজারাদার শরতের বিরুদ্ধে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। অতিরিক্ত টোলের কারণে কাঁচাবাজারে তরকারি দামের সবসময়ই প্রভাব পড়ে। 

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে গতকাল বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওনের নেতৃত্বে স্টেশন বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত স্টেশন এলাকায় অবস্থিত তরকারির পাইকারি বাজারে অভিযান চালিয়ে এ অভিযোগের সত্যতা পান। ১০ টাকার স্লিপে নেওয়া হচ্ছে ৭০ টাকা। এছাড়া আরও পণ্য প্রতি বিভিন্ন ভাবে আদায় করা হচ্ছে অতিরিক্ত টোল। এ সময় মোবাইল কোর্ট অনুমোদিত টোলরেটের অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে ইজারাদার আব্দুল জলিলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এমন অভিযান অব্যাহত থাকবে। আমরা বাজার এলাকার ব্যবসায়ীদের পণ্যের দামের তালিকা ও ইজারাদারদের নিয়মিত টোল চার্ট প্রদর্শনের নির্দেশনা প্রদান করছি। এর ব্যত্যয় হলেই কিংবা অতিরিক্ত টোল আদায় করা হলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটোর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ