Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

পিতৃহত্যার বিচার চেয়ে মাঠে নেমেছে রায়হানের অবুঝ শিশু কন্যা আলিফা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২০, ৪:০১ পিএম

পিতৃহত্যার বিচার চেয়ে মাঠে নেমেছে অবুঝ শিশু কন্যা আলফা। মাত্র দুই মাস ১৪ দিন বয়স তার। কিন্তু সে হারিয়েছে পুলিশী নির্মমতায় তার বাবাকে। এঘটনায় তোলপাড়া হচ্ছে বিশ্ব। আন্দোলন সংগ্রামে কাঁপছে সিলেটের অলিগলি। তারই ধারাবাহিকতায় আজ (বৃহস্পতিবার) এসআই আকবরকে গ্রেফতার ও বিচারের দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়েছে সিলেট প্রশাসক বরাবরে। সে স্মারকলিপি প্রদানে শরিক হয়েছিলেন রায়হানের একমাত্র কন্যা রাহনুমা আক্তার আলফাও। দাদু সালমা বেগমের কোল চড়ে এসেছিল সে। সময়ের প্রতিবাদী ঘটনার ইতিহাস এখন আলিফা। অপলক চোখে কেবল তাকিয়েছিল সে। মায়াবী চেয়ারা নজর কেড়েছে উপস্থিত সকলের। বুঝে না সে কি হচ্ছে, কি হয়েছে। কিন্তু যখন বুঝবে, তখন বুকে ধারন করবে তার বাবা হতার নির্মমতা। ঘৃণা, ধিক্কারে ছেঁয়ে যাবে তার নিজস্ব দুনিয়া। বাবাকে সে পাবে না, কিন্তু বাবার অভাবে তার চোখে ভাসবে হায়েনাদের আনাগোনা। সে হায়েনাদের সুষ্ট বিচার হলে, আস্থা, নির্ভরতায় কিছুটাও হলে শ^ান্তনা পাবে সে। কিন্তু এখনো গ্রেফতার হয়নি অভিযুক্ত এসআই আকবর। লাপাত্তা সে। সেকারনেই ক্ষুব্ধ গোটা সিলেটবাসী। ঘরে বসে নেই প্রতিবাদী মানুষ। তাদের সাথে একাতœতার প্রতীক এখন আলফা।



 

Show all comments
  • Jack Ali ১৫ অক্টোবর, ২০২০, ৪:১৯ পিএম says : 0
    O'Muslim in bangladesh, only one way we can avoid all the crime in our country to establish the Law of Allah.
    Total Reply(0) Reply
  • Md.Kanchol Molla ১৫ অক্টোবর, ২০২০, ৪:৩৬ পিএম says : 0
    Yes
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ