Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিমানের সিটের নিচে ১৮ কেজি স্বর্ণ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তল্লাশি করে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। 

তবে এসব স্বর্ণের বাহক কিংবা মালিককে শনাক্ত করা যায়নি। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিজি-১৪৮ ফ্লাইটটিতে তল্লাশি করেন কাস্টমস কর্মকর্তারা।
বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমস হাউসের উপ-কমিশনার রোকসানা খাতুন ইনকিলাবকে বলেন, বৃহস্পতিবার সকাল ৮টায় ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। তল্লাশির পর বিমানের পেছন দিকে তিনটি সিটের নিচে কালো টেপে মোড়ানো আটটি প্যাকেটে ১৬০টি স্বর্ণের বার পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১৮ কেজি ৫৬০ গ্রাম। দাম প্রায় ১০ কোটি ৪০ লাখ টাকা। তবে বাহককে চিহ্নিত করা যায়নি। এর আগে গত ১ অক্টোবর বিমানবন্দরে ৮০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ১৮-কেজি-স্বর্ণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ