Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাঁচবিবিতে ডিজিটাল পদ্ধতিতে টিকেট বিক্রি না হওয়ায় রেল যাত্রীদের দুর্ভোগ

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২০, ৩:৩৩ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি রেল ষ্টেশন থেকে ডিজিটাল পদ্ধতিতে টিকেট বিক্রি না হওয়ায় সাধারণ যাত্রীদের দুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে।
জানা গেছে, দেশের বিভিন্ন রেল ষ্টেশনে সাধারণ যাত্রীদের সুবিধার্থে গন্তব্যে যাওয়ার এবং ফিরতি টিকেট গ্রহণের জন্য ডিজিটাল পদ্ধতিতে টিকেট বিক্রয় শুরু হয়েছে। কিন্তু পাঁচবিবি রেল ষ্টেশনের আজো ডিজিটাল পদ্ধতি চালু না হওয়ায় হাতে লেখা টিকিটের মাধ্যমে গন্তব্যে যাওয়ার টিকেট ক্রয় করতে হচ্ছে যাত্রীদের। রাজশাহী, ঢাকাসহ বিভিন্ন স্থানে পাঁচবিবি রেল রুট দিয়ে প্রতিদিন ১০টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এর মধ্যে পাঁচবিবিতে একতা, দ্রুতযান, বরেন্দ্র এবং বাংলাবান্ধা এক্সপ্রেস আন্তঃনগন ট্রেনের বিরতী রয়েছে। যাত্রী সাধারণ টিকেট নেয়ার জন্য কাউন্টারে গেলে যাত্রীদের বলা হয়ে থাকে টিকেট নাই। বাইরে থেকে কম্পিউটারে টিকেট ক্রয় করতে বলা হয়। ফলে যাত্রীদের প্রতি টিকিটে অতিরিক্ত ২০ টাকা বেশী ব্যাংক চার্জ দিয়ে টিকেট কাটতে হচ্ছে। ষ্টেশন মাষ্টারের অনীহার কারণে একদিকে যাত্রীদের হয়রানী হতে হচ্ছে। অপরদিকে রেল কর্তপক্ষকে জানানো হচ্ছে পাঁচবিবি থেকে তেমন টিকেট বিক্রি হচ্ছে না। অভিযোগ রয়েছে ষ্টেশন মাষ্টারের অনীহার কারণে অনেক সময় ট্রেনের সীট নম্বরে একাধিক টিকেট দেয়া হয়ে থাকে। পাঁচবিবি ষ্টেশন মাষ্টার আব্দুল আউয়াল বলেন, পার্শ্বর্তী ষ্টেশনের মাষ্টারগণ পাঁচবিবির টিকেট নিলে যাত্রীদের টিকেট দেয়া সম্ভব হয় না। তখন বলা হয় কম্পিউটারে টিকেট ক্রয় করতে। কাউন্টার থেকে এক সীটে একাধিক টিকেট দেয়া হয় না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্ভোগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ