Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

দুবাই ভ্রমণ কঠিন হচ্ছে বাংলাদেশসহ পাঁচ দেশের পর্যটকদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২০, ৬:২২ পিএম

দুবাই ভ্রমণে কঠিন হচ্ছে বাংলাদেশসহ পাঁচ দেশের পর্যটকদের জন্য।বৃহস্পতিবার জারি করা দেশটির নতুন নিয়মে বলা হয়, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নেপালের পর্যটকদের ফিরতি টিকিট না থাকলে বিমানবন্দর থেকেই তাদের নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। -গালফ নিউজ
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, কর্তৃপক্ষের সর্বশেষ নির্দেশ অনুসারে এসব দেশগুলো থেকে সফর ও পর্যটক ভিসাধারীদের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ও আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর প্রবেশের জন্য অবশ্যই বৈধ ফিরতি টিকিট থাকতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশের বিমান সংস্থাগুলোকে অবহিত করা হয়েছে। এর আগে ফিরতি টিকিট না থাকায় ভারত ও পাকিস্তানের কয়েকশ’ যাত্রীকে দুবাইয়ের বিমানবন্দর থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ