Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

শেখ রাসেলের জন্মদিনে স্কেটিং

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২০, ৮:১১ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৬তম জš§দিন ১৮ অক্টোবর (রোববার)। দিনটিকে স্মরণীয় করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও ররোলার স্কেটিং ফেডারেশনের আয়োজনে রোববার সকাল ১০টায় শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে এনিমেটেড ডকুমেন্টরির প্রথম প্রদর্শনী, শহীদ শেখ রাসেলের জীবনীর ওপর প্রকাশিত বিভিন্ন তথ্য ও ছবি সম্বলিত বইয়ের মোড়ক উšে§াচন, চিত্র প্রদর্শনী এবং দোয়া মাহ্ফিল (ভার্চুয়াল) অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে সংযুক্ত থাকবেন। রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এছাড়াও উপস্থিত থাকবেন ফেডারেশনের সাধারন সম্পাদক আহমেদ আসিফুল হাসানসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ