Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিলেট গণধর্ষণ মামলার আসামী ছাত্রলীগ নেতা রনি অস্ত্র মামলায় ৩দিনের রিমান্ডে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২০, ৪:৫৬ পিএম

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণ মামলার অন্যতম আসামি ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান রনিকে অস্ত্র মামলায় ৩ দিনের রিমান্ডে নিয়েছে শাপরান (রহ.) থানা পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) সকালে তাকে আদালতে হাজির কওে ৪ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুর রহমান। বিষয়টি নিশ্চিত করেন।মহানগর পুলিশের সহকারি কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী। এর আগে গত ৮ অক্টোবর অস্ত্র মামলায় সাইফুর রহমানকে রিমান্ডে নিয়েছিল পুলিশ।

প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক গৃহবধূ। রাত সাড়ে ৮টার দিকে স্বামীর কাছ থেকে ওই বধূকে জোর করে তুলে নিয়ে ছাত্রাবাস সম্মুখে প্রাইভেট কারে পালাক্রমে ধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ভিকটিমের স্বামী মাইদুল ইসলাম বাদী হয়ে মামলা করেন শাহপরান থানায়। মামলায় ছাত্রলীগের ৬ নেতাকর্মী সহ অজ্ঞাত আরও ৩ জনকে করা হয় আসামি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিমান্ড

২৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ