Inqilab Logo

রোববার, ২৮ নভেম্বর ২০২১, ১৩ অগ্রহায়ণ ১৪২৮, ২২ রবিউস সানী ১৪৪৩ হিজরী
শিরোনাম

শুটিংয়ে ফিরে আবার অসুস্থ পূর্ণিমা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

চলতি মাসের শুরুতে চিত্রনায়িকা পূর্ণিমা করোনায় আক্রান্ত হয়েছিলেন। বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হন। গত ১৪ অক্টোবর তার করোনার রিপোর্ট নেগেটিভ আসে। করোনা থেকে সুস্থ হয়েই কাজে ফিরতে বেশি দেরি করেননি। দুই দিন পরই নঈম ইমতিয়াজ নেয়ামুলের নির্মাণাধীন গাঙচিল সিনেমার শুটিংয়ে অংশ নেন। শুটিংয়ের দিনই পূর্ণিমা আবার অসুস্থ হয়ে পড়েন। তার জ্বর এবং শ্বাসকষ্ট দেখা দেয়। ফলে শুটিং বন্ধ হয়ে যায়। নঈম ইমতিয়াজ নেয়ামুল জানান, পূর্ণিমা আপা করোনা আক্রান্ত হয়েছিলেন, তা জানতাম না। গত শনিবার শুটিং চলাকালে তার প্রচন্ড জ্বর ও শ্বাসকষ্ট শুরু হয়। বাধ্য হয়ে শুটিং বন্ধ করে দিয়েছি। তার কথা মতোই আমরা শুটিংয়ের আয়োজন করি। তিনি জানিয়েছিলেন, তার শারীর অবস্থা ভালো। শুটিং করবেন। তার কথামতোই শুটিংয়ের ব্যবস্থা করেছিলাম। উল্লেখ্য, গাঙচিল সিনেমার শুটিং গত ফেব্রুয়ারিতেই সম্পন্ন হওয়ার কথা ছিল। তখনও পূর্ণিমাসহ কয়েকজন শিল্পী নোয়াখালীতে শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়লে শুটিং বন্ধ করে দেয়া হয়। করোনার কারণে আর শুটিং হয়নি। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অসুস্থ-পূর্ণিমা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ