Inqilab Logo

বৃহস্পতিবার, ০৫ আগস্ট ২০২১, ২১ শ্রাবণ ১৪২৮, ২৫ যিলহজ ১৪৪২ হিজরী

রাউজানে মিলাদুন্নবী (সা.) মাহফিল উদ্বোধন

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

চট্টগ্রামের রাউজানে ১২ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল উদ্বোধন কার হয়েছে। গত রোববার রাতে পৌরসভার ৫নং ওয়াডস্থ সুলতানপুর নঈম মুনসি বাড়ির উদ্যোগে ৪র্থতম এ মাহফিল উদ্বোধন করা হয়।
মাহফিলটি উদ্বোধন করেন, রাউজান পৌর কাউন্সিলর জানে আলম জনি। আল জিলানী জামে মসজিদ কমিটির উপদেষ্টা আলহাজ মো. আবদুল অদুদের সভাপতিত্বে ও মসজিদের ইমাম মাওলানা মো. জানে আলমের সঞ্চালনায় তকরির করেন রাঙ্গুনীয়া শাহে জিলানী মতি উল্লাহ জামে মসজিদের খতিব হযরত মাওলানা আমিনুল ইসলাম ওয়াহেদী। এ সময় ছিলেন, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন, পৌর যুবলীগ সেক্রেটারি জিয়াউল হক রোকন, মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা মুহাম্মদ আবছার, মসজিদ কমিটির সভাপতি মুহাম্মদ জামাল উদ্দিন, সেক্রেটারি মুহাম্মদ আবদুল হান্নান, মাওলানা আবদুল মোমেন, হাফেজ মাওলানা ইউনুচ। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন