Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আকবরকে পলায়নে সহায়তাকারীদের সনাক্তে ৩ সদস্যের কমিটি গঠন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২০, ৪:১৯ এএম

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হানের মৃত্যুর ঘটনায় ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াকে পালাতে সহায়তাকারীদের শনাক্তে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ হেডকোয়াটার।
পুলিশ হেডকোয়াটার্সের অ্যাডিশনাল ডিআইজি (ডিএন্ডপিএস-১) রেজাউল হক স্বাক্ষরিত এক আদেশে তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়।
পুলিশ হেডকোয়াটার্সের এআইজি (ক্রাইম অ্যানালাইসিস) মোহাম্মদ আয়ুবকে প্রধান করে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন- সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম, এসএমপির অতিরিক্ত উপকমিশনার মুনাদির ইসলাম চৌধুরী। তাদেরকে ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আকবরের পলাতক হওয়ার সঙ্গে কোনো পুলিশ সদস্যের দায় আছে কিনা তা তদন্ত করবে এই কমিটি।



 

Show all comments
  • আব্দুল হক ২০ অক্টোবর, ২০২০, ৬:১৯ এএম says : 0
    তাকে আইনের আওতায় আনার জন্য আহব্বান করছি আকরেরব মত আর যেন কোন পুলিশ না হয় সে দিকে খিয়াল রাখবেন। কিছু পুলিশের জন্য দেশ ও জাতির বদনাম হচ্ছে। আমি আশা বাদী তাকে গ্রেফতার করে আপনাদের সুনাম অর্জন করবেন।
    Total Reply(0) Reply
  • আব্দুল হক ২০ অক্টোবর, ২০২০, ৬:১৯ এএম says : 0
    তাকে আইনের আওতায় আনার জন্য আহব্বান করছি আকরেরব মত আর যেন কোন পুলিশ না হয় সে দিকে খিয়াল রাখবেন। কিছু পুলিশের জন্য দেশ ও জাতির বদনাম হচ্ছে। আমি আশা বাদী তাকে গ্রেফতার করে আপনাদের সুনাম অর্জন করবেন।
    Total Reply(0) Reply
  • parvez ২০ অক্টোবর, ২০২০, ৬:৫৮ এএম says : 0
    গত ১২ অক্টোবর, ২০২০ সকাল ৭ ঘটিকায় হাতিরঝিল থানাধীন হাতিরঝিল লেকের মেরুল-বাড্ডা প্রান্তে অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। তার হাত পা রশি দিয়ে বাধা ছিল। বেডশিট-মশারি ও পলিথিনে মোড়ানো ছিল পুরো শরীর। মুখমন্ডল, হাত, আঙ্গুল ও শরীরের বিভিন্ন স্থান ছিল বিকৃত। যে কারণে ফিংগার প্রিন্ট সংগ্রহের মাধ্যমেও তার পরিচয় সনাক্ত করা যায়নি।অবশেষে ক্লু-লেস ওই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে হত্যাকাণ্ডে জড়িত চারজন ব্যক্তিকে। ........ আকবর কি আরও বেশী ক্লু-লেস ?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রায়হান হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ