Inqilab Logo

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

গর্ভপাত না করালে ফ্লিটউড ম্যাকের অস্তিত্বই থাকত না : স্টিভি নিক্স

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

কিংবদন্তীতুল্য ব্যান্ড ফ্লিটউড ম্যাকের অন্যতম সদস্য স্টিভি নিক্স স¤প্রতি তার ১৯৭৯ সালে গার গর্ভস্থ সন্তান নষ্ট করার বিষয়ে মুখ খুলেছেন। সেই সময়ের রাজনীতি এবং তার প্রজন্মের সংগ্রাম নিয়ে কথা বলতে গিয়ে বর্তমানে ৭২ বছর বয়সী গায়িকা বলেন : “সেই সময় আমি গর্ভপাত না করালে ফ্লিটউড ম্যাকের অস্তিত্বই থাকত না।” সেই সময়টাতে ফ্লিটউড ম্যাক ছিল জনপ্রিয়তার শীর্ষে আর স্টিভি ঈগলস ব্যান্ডের গায়ক ডন হেনলির সঙ্গে প্রেম করছিলেন। “সেই সময় মা হওয় আমার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। আমাদের তখন কাজে লেগে থাকতে হত স্থায়ীভাবে,” নিক্স বলেন, “অনেক মাদক ছিল, আর আমি সেসময় প্রচুর মাদক সেবন করতাম, আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছিল।” “আমি জানতাম আমরা যে গান সৃষ্টি করতে যাচ্ছিলাম তা মানুষকে আশার আলো দেখাত আর মানুষকে সুখী করবে,” তিনি আরও বলেন, “আর আমি কী বোঝাতে চাচ্ছি তা তো বুঝতেই পারছেন।” “এটাই ছিল গুরুত্বপূর্ণ। সেসময় দুই নারী শিল্পী নিয়ে কোনও সফল ব্যান্ড ছল না,দুজন প্রধান লেখিকা ছিল। এটাই ছিল পৃথিবীর জন্য আমার মিশন।” এখন তিনি একা আছেন তবে অলৌকিকভাবে কিছু ঘটলে তিনি ফিরিয়ে দেবেন না। তিনি বলেন, ”এই ৭২ বছর বয়সে প্রেমে পড়ে কি পালাব? এমন হবে না, তবে অসম্ভব নয়!”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ