Inqilab Logo

ঢাকা বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০, ১৮ অগ্রহায়ণ ১৪২৭, ১৭ রবিউস সানি ১৪৪২ হিজরী
শিরোনাম

রামুতে পাহাড় ধ্বসে ২ জনের মৃত্যু

রামু (উপজেলা) সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২০, ১১:২৪ এএম

রামুতে অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটি ধ্বসে ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত গভীর রাতে রামুর কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উখিয়ারঘোনা স্কুল পাহাড় এলাকার মৃত মোঃ হোছনের ছেলে আলী আহমদ (৩৫) ও মোঃ কালুর ছেলে মুজিবুর রহমান (৩২)।
এরা দুজনই পরিবহন শ্রমিক।

ঘটনার সময় নিহত ২ জনসহ একদল শ্রমিক পাহাড়ের মাটি কাটার কাজ করছিলেন বলে জানা গেছে। এসময় আকষ্মিকভাবে মাটি ধ্বসে আলী আহমদ ও মুজিবুর রহমান মাটির নিচে চাপা পড়েন।

স্থানীয় জনতার সহায়তা পুলিশ মাটি সরিয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে।
বুধবার সকালে ঘটনাস্থলে যান রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা।

তিনি ২জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিতে রাতের আধারে নির্বিচারে পাহাড় নিধন করছিলো। কয়েকদিন আগেও তিনি এখানে পাহাড় নিধন বন্ধে অভিযান চালিয়েছিলেন বলে জানান।

রামু থানার অফিসার ইনচার্জ মোঃ আজমিরুজ্জামান জানান মৃতদেহগুলো থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু

২৮ নভেম্বর, ২০২০
২৬ নভেম্বর, ২০২০
২৬ নভেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন