Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

কঙ্গোর কারাগার থেকে পালিয়েছে ১৩শ’ বন্দি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

কঙ্গোর পশ্চিমাঞ্চল বেনির একটি কারাগারে সশস্ত্র হামলার ঘটনায় ১ হাজার ৩০০ বন্দি পালিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে ওই হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা এ সময় বন্দিদের কারাগার থেকে ছাড়িয়ে নিয়ে গেছে। সেখানকার স্থানীয় মেয়র মডেস্তে বাকওয়ানামাহা জানান, কাংবায়ির কেন্দ্রীয় কারাগার ও সেখানকার নিরাপত্তায় নিয়োজিত সেনাঘাঁটিতে ওই হামলার পর বর্তমানে আর মাত্র ১০০ বন্দি আছেন। এ হামলার জন্য তিনি স্থানীয় সশস্ত্র একটি বিদ্রোহী গোষ্ঠীকে দায়ী করেন। কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে অন্তত ২০ জন পুনরায় ফিরে এসেছেন বলে মেয়র দাবি করেন। পুলিশ জানিয়েছে, হামলা চলাকালে দুজন বন্দি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। ১৯৯০ সাল থেকে কঙ্গোর প‚র্বাঞ্চলে অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্স বা এডিএফ উগান্ডাভিত্তিক একটি সশস্ত্র গোষ্ঠী সক্রিয়। ২০১৯ সাল থেকে এডিএফের হাতে অন্তত এক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। এই গোষ্ঠীকে দমনে সেখানে একাধিক সেনা অভিযানও চালানো হয়েছে। কঙ্গোতে ২০১৭ সালেও একবার এমন হামলা হয়েছিল। সেবারও প্রায় একই সংখ্যক বন্দি পালিয়ে গিয়েছিলেন। আল-জাজিরা, এএফপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কঙ্গো


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ