Inqilab Logo

সোমবার, ১৮ অক্টোবর ২০২১, ০২ কার্তিক ১৪২৮, ১০ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী
শিরোনাম

লিবিয়া উপকূলে নিহত ১৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২০, ১২:০২ এএম

লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় উপক‚লে নৌকা ডুবে ১৫ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে। তারা বলছে, নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া পাঁচজনের তীরে নিয়ে এসেছে জেলেরা। ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে চরম ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দেয়ার সর্বশেষ মর্মান্তিক ঘটনা এটি। এক টুইটে আইওএম জানিয়েছে, জীবন রক্ষার্থে নির্যাতন ও শোষণ থেকে বাঁচতে মরিয়া অভিবাসীরা ঝুঁকি নিয়েই সেন্ট্রাল ভ‚মধ্যসাগর পাড়ি দেয়ার চেষ্টা করছে। সংস্থাটি চলতি বছর এই রুটে এ পর্যন্ত ২০০-র বেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এসময় নিখোঁজ হয়েছে ২৮০ জনের বেশি মানুষ। আইওএম বলছে, লিবিয়ার উপক‚ল থেকে চলতি বছর এ পর্যন্ত প্রায় ১০ হাজার অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। অথচ গত বছর এই রুট থেকে ৯ হাজার ২২৫ জনকে উদ্ধার করা হয়েছিল। ২০১১ সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির পতন ও হত্যার পর থেকে দেশটিতে সহিংসতা লেগেই রয়েছে। এতে দেশটি ধ্বংসের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এমন পরিস্থিতিতে ইউরোপের যাওয়ার ক্ষেত্রে অভিবাসনপ্রত্যাশীদের কাছে একটি গুরুত্বপ‚র্ণ কেন্দ্রে পরিণত হয়েছে লিবিয়া। বিবিসি।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ