Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১, ১০ আষাঢ় ১৪২৮, ১২ যিলক্বদ ১৪৪২ হিজরী
শিরোনাম

ওয়ালটন রেফ্রিজেরেটর কিনে ল্যাপটপ-মোবাইল মুফতে পেলেন রিকশাচালক

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২০, ৮:০৯ পিএম

ওয়ালটনের একটি রেফ্রিজেরেটের কিনে ৫০০ শতাংশ ক্যাশ ভাউচার পেলেন নারায়ণগঞ্জের রিকশাচালক হাবিব বিশ্বাস। সেই ভাউচার ব্যবহার করে হাবিব উল্লাহ নামে সেই রিকশাচালক ল্যাপটপ ও মোবাইল ফোনসহ আরও ১০টি পণ্য কিনেছেন, অর্থাৎ সেজন্য তাকে পকেট থেকে কোনো টাকা খরচ করতে হয়নি।

ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৮ এর আওতায় হাবিব এই পুরস্কার জেতেন বলে ওয়ালটন জানিয়েছে।

বৃহষ্পতিবার (২২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন অটোমেশনের আওতায় আরও দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে ডিজিটাল প্রচারণার অষ্টম মৌসুম চলছে। এর আওতায় ওয়ালটন ফ্রিজ, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন কিনে ক্রেতারা পেতে পারেন ৫০০ শতাংশ পর্যন্ত ক্যাশ ভাউচার। আছে ফ্রিজ, টেলিভিশন, এয়ার কন্ডিশনারসহ অসংখ্য ফ্রি পণ্য পাওয়ার সুযোগ।

১ অক্টোবর থেকে শুরু হওয়া এই কার্যক্রম পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চলবে বলে জানিয়েছে ওয়ালটন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‌ওয়ালটন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ