Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘সেদিন আগুনে পুড়ে মরে গেলেই ভালো হতো’

অবস্থান কর্মসূচিতে তাজরীন গার্মেন্টস কর্মীরা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২০, ১২:০২ এএম

‘এত কষ্ট হবে জানলে সেদিন আগুনে পুড়ে মরে গেলেই ভালো হতো। পরিবার যেন লাশটা পায় সেজন্য তিনতলা থেকে লাফও দিয়েছিলাম।’ গতকাল আক্ষেপের সুরে এই কথাগুলো বলছিলেন জরিনা বেগম। ২০১২ সালের ২৪ নভেম্বর তাজরীন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় প্রাণে বেঁচে গেলেও ‘জীবনের’ সঙ্গে আর পেরে উঠছেন না। অগ্নিকান্ডে সেদিন আহত হয়েছিলেন জরিনা বেগম। লাফ দিয়ে নিচে পড়ায় হারিয়েছেন কর্মক্ষমতা। অভাব-অনটনের সংসারে খেয়ে, না খেয়ে দিন কাটছে। জাতীয় প্রেসক্লাবের সামনে ক্ষতিপূরণ, পুনর্বাসন, সুচিকিৎসার দাবিতে এক মাস ৭ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন জরিনা বেগমসহ কয়েকজন। এতদিন পার হলেও কেউ তাদের পাশে দাঁড়ায়নি। তারা প্রধানমন্ত্রী ও বিজিএমইকে পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন।

গতকাল শুক্রবার অবস্থান কর্মসূচি পালনের সময় জরিনা বেগম বলেন, অন্য দেশের রোহিঙ্গারা এসে আমাদের দেশে বাস করছে। তারা খেয়ে-পড়ে ভালো আছে। অথচ নিজ দেশে আমাদের না খেয়ে থাকতে হচ্ছে। কেউ একটু সাহায্য সহযোগিতা করে না। স্থানীয় প্রতিনিধিদের কাছে গিয়েও কোনো লাভ হয়নি। অথচ এক সময় অর্থনীতির চাকা সচল রাখতে কাজ করেছি আমরা। জরিনার গ্রামের বাড়ি ময়মনসিংহে। স্বামী হারা সংসারে রয়েছে এক ছেলে, এক মেয়ে। গ্রামের বাড়ির ভিটেমাটি বিক্রি করে ভাই, বোন ও নিজের চিকিৎসার খরচ জুগিয়েছেন। এখন মাথা গোঁজার ঠাঁই নেই।

মোছাম্মদ রেহানা আক্তার নামে এক শ্রমিক বলেন, আমিসহ তাজরীন গার্মেন্টসে আমার বড় বোন, দুলাভাই, ভাগ্নে ও ভাগ্নের বউ চাকরি করতাম। ঘটনার সময় তৃতীয় তলায় সবাই কাজ করছিলাম। অগ্নিকান্ডে আমি ছাড়া সবাই মারা গেছে। এখন মনে হচ্ছে সেদিন মরে গেলে আজ রাস্তায় রাস্তায় ঘুরতে হতো না।

আলেয়া বেগম নামের আরেক শ্রমিক বলেন, কাজ করার শক্তি নেই। বড় মেয়ে দশম শ্রেণিতে পড়ে। আর ছোটটা পড়ে মাদরাসায়। এ অবস্থা থাকলে মেয়ের পড়াশোনা চালিয়ে যেতে পারবো না।

অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া শ্রমিকদের আক্ষেপ, দুর্ঘটনার পর মালিক যদি তাদের চিকিৎসার একটু খোঁজ-খবর নিতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন, অন্তত এতেও তাদের কষ্টটা একটু কম হতো।
তারা বলেন, ২৪ নভেম্বর এলে অনেকেই খোঁজ-খবর নেয়। এরপর বছরের কোনো সময় তাদের দেখা পাওয়া যায় না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ