Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘স্থায়ী যুদ্ধবিরতি’তে সম্মত লিবিয়ার দুই বিরোধী পক্ষ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২০, ১১:০৮ পিএম

তিন মাসের মধ্যে লিবিয়া থেকে সব বিদেশি সেনা ফেরত পাঠানোসহ ‘স্থায়ী যুদ্ধবিরতি’তে সম্মত হয়েছে লিবিয়ার দুই বিরোধী পক্ষ।
শুক্রবার জাতিসংঘ সমর্থিত লিবিয়ার জাতীয় সরকার এবং দেশের পূর্বাঞ্চলের খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির প্রতিনিধিরা এ ‘স্থায়ী যুদ্ধবিরতি’ চুক্তিতে সই করেন।
এর আগে, জাতিসংঘের মধ্যস্থতায় জেনেভাতে তারা এ বিষয়ে এক সপ্তাহব্যাপী বৈঠক করেন বলে দ্য গার্ডিয়ান জানায়।
লিবিয়ায় জাতিসংঘ মিশনের ভারপ্রাপ্ত প্রধান স্টেফানি উইলিয়ামস বলেন, ‘আজ লিবিয়ার জনগণের জন্য একটি শুভ দিন।’
জেনেভার বৈঠকে লিবিয়ার দুই বাহিনীর প্রতিনিধিত্বকারী সামরিক কর্মকর্তাদের সাহস ও দেশপ্রেমের প্রশংসা করে তিনি বলেন, ‘দুই পক্ষ তাৎক্ষণিকভাবে পুরো দেশের জন্য কার্যকর করা যায় এমন একটি স্থায়ী চুক্তিতে সই করেছেন।’
তিনি আরও বলেন, ‘তারা তিন মাসের মধ্যে লিবিয়া থেকে বিদেশি বিমান, স্থল ও নৌ সেনাদের ফেরত পাঠাতে রাজি হয়েছে।’
উইলিয়ামস বলেন, ‘এখন লক্ষ্য হচ্ছে দেশটিতে একটি একক সংস্থা হিসেবে সশস্ত্র বাহিনীকে পুনরায় সংহত করা। দুই পক্ষের সব সশস্ত্র ইউনিট চিহ্নিত করে শ্রেণীকরণের মধ্যমে এটি শুরু হবে।’
যদিও, লিবিয়ায় এর আগেও যুদ্ধবিরতির চুক্তি হয়েছে এবং তা ভঙ্গও হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের উচিৎ সেসব ঘটনাকে গুরুত্ব না দেওয়া। এই দীর্ঘ সঙ্কটের পর যদি তারা আবার মিলেমিশে থাকে, তাহলে তারা আমাদের সহযোগিতা পাবে।’ সূত্র : রয়টার্স।

 



 

Show all comments
  • Khalilur Rahman ২৪ অক্টোবর, ২০২০, ২:৫৬ এএম says : 0
    Thanks Allah wvoyre desher valu mondthu vujar shoqti thaw
    Total Reply(0) Reply
  • Md Ataur Rahman ২৪ অক্টোবর, ২০২০, ২:৫৬ এএম says : 0
    Tnx a lot
    Total Reply(0) Reply
  • রাকিবউদ্দিন ২৪ অক্টোবর, ২০২০, ২:৫৭ এএম says : 0
    ভালো সিদ্ধান্ত।
    Total Reply(0) Reply
  • রাগিনী মেয়ে ২৪ অক্টোবর, ২০২০, ২:৫৭ এএম says : 0
    গাদ্দাফি কত ভালো ছিল লিবিয়ানরা এতদিন টের পেয়েছেন!!!
    Total Reply(0) Reply
  • রাজিয়া সুলতানা ২৪ অক্টোবর, ২০২০, ২:৫৮ এএম says : 0
    গৃহযুদ্ধের একটা অবসান হওয়া উচিত।
    Total Reply(0) Reply
  • সত্য বলবো ২৪ অক্টোবর, ২০২০, ২:৫৮ এএম says : 0
    রক্তপাত বন্ধ হোক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ