Inqilab Logo

ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২০, ১৫ অগ্রহায়ণ ১৪২৭, ১৪ রবিউস সানি ১৪৪২ হিজরী

বাসাইলে ভেঙে পড়া বেইলী ব্রিজের কাজ শেষ; যানচলাচল শুরু

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২০, ৬:৫৯ পিএম

টাঙ্গাইলের বাসাইলের লাঙ্গুলিয়া নদীতে ভেঙে পড়া বেইলী ব্রিজের পুনঃনির্মাণ কাজ শেষ হয়েছে। ফলে আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুর থেকে এই ব্রিজটি দিয়ে যানচলাচল শুরু হয়েছে। ভেঙে পড়ার ১৩দিন পর এই ব্রিজটির পুনঃনির্মাণ কাজ শেষ হলো। স্থানীয় ইউপি সদস্য আব্দুল কদ্দুছ এ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ব্রিজের দুপাশে মাটি ভরাটের কাজ এখনও শেষ হয়নি। এ কারণে ঝুঁকি নিয়ে বর্তমানে যানচলাচল করছে।

এর আগে গত ১১ অক্টোবর রাতে বাসাইল-টাঙ্গাইল সড়কের নাকাছিম এলাকায় লাঙ্গুলিয়া নদীতে বালু ভর্তি একটি ড্রাম ট্রাকসহ বেইলি ব্রিজটি ভেঙে পড়ে যায়। এতে টাঙ্গাইল সদরের সঙ্গে বাসাইল ও সখিপুরের ৬ লক্ষাধিক মানুষের সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ কারণে যানবাহনগুলো ব্রিজটির দু’পাশে রেখে মানুষ যাতায়াত করে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ