Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১, ০৩ আষাঢ় ১৪২৮, ০৫ যিলক্বদ ১৪৪২ হিজরী

সালমান খান জিম চালু করলেন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২০, ২:১০ পিএম

চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা সালমান খান। এর বাইরে তিনি একজন বিচক্ষণ ব্যবসায়ীও। প্রযোজনার জগতে তার কারিশমা নিয়ে নতুন করে বলার কিছু নেই।

বিইং হিউম্যান নামে একটি সামাজিক সংস্থাও পরিচালনা করেন তিনি। এটি মূলত বঞ্চিতদের সুবিধার্থে কাজ করে।

ফিটনেসের প্রতিও সালমানের রয়েছেন দারুণ দুর্বলতা। লাখো তরুণের শরীরচর্চার আইডল তিনি। সেই ভাবনা থেকে এবার তিনি তার ভক্তদের জন্য নিয়ে এলেন দারুণ খবর।

ব্যাঙ্গালুরুতে জিম চালু করছেন সালমান। সম্প্রতি তার এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি এই তথ্য তুলে ধরেন। সেই পোস্ট থেকে জানা যায়, বেঙ্গালুরুতে একটি জিম চালু করেছেন তিনি। যার কাজ

প্রায় শেষ। যদিও করোনার দ্বিতীয় ধাক্কার কথা মাথায় রেখে বেশ কিছু বিধিনিষেধ দিয়ে দিয়েছে সরকার। তবুও জিমের ব্যপারে বেশ আশাবাদী তিনি।

বর্তমানে তরুণদের মাদক থেকে বিরত থাকার ব্যপারে নানা প্রচারণা চালাচ্ছেন বলিউড ভাইজান।

লকডাউনের পর সালমান আবার শুটিংয়ে ফিরেছেন। তার বহু প্রতীক্ষিত ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবির শুটিং শুরু করছেন তিনি। সেই সাথে বিগ বস সিজন ১৪ এর উপস্থাপনা করছেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড


আরও
আরও পড়ুন