Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

দেশের বিচার বিভাগ এখন সম্পূর্ণ স্বাধীন -বিচারপতি ওবায়দুল হাসান শাহীন

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২০, ৩:৫৬ পিএম

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি নেত্রকোনার কৃতি সন্তান ওবায়দুল হাসান শাহীন বলেছেন, দেশে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার পূর্বশত হচ্ছে আইনের সু-শাসন। আইনের সু-শাসন প্রতিষ্ঠিত করতে হলে স্বাধীন বিচার ব্যবস্থার প্রয়োজন। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা না থাকলে স্বাধীনভাবে বিচার কাজ করা সম্ভব নয়। দেশের বিচার বিভাগ এখন সম্পূর্ণ স্বাধীন।
বিচারপতি ওবায়দুল হাসান শাহীন বলেন, গুণীজনদের সংবর্ধনা মানে সৃষ্টিশীল মানুষদেরকে তাদের কাজের যথাযথ মূল্যায়ন করা। গুণীজন আর পদ আলাদা। আমি একটা পদে আছি, গুণীজন নই। গুণীজন যে কোন সময় দেশ ও জনগনের কল্যাণে কাজ করতে পারেন। পদ তা পারে না। আমাদের উচিৎ, প্রকৃত গুণীজনদের যথাযত সম্মান প্রদর্শণ করা। তা হলে নতুন প্রজন্ম ভাল কাজের প্রতি অনুপ্রাণিত হবে।
তিনি আরো বলেন, নেত্রকোনা জেলা একটি অসাম্প্রদায়িক জেলা। এ জেলার মানুষগুলোও যুগ যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে তাদের নিজ নিজ ধর্ম কর্ম পালন করে আসছে। অসাম্প্রদায়িক চেতনাকে সব সময় আমাদের ধারণ করতে হবে। তিনি আপিল বিভাগের বিচার কাজের কথা উল্লেখ করে বলেন, আপিল বিভাগের বিচার আর হাইকোর্টের বিচার এক নয়। আপিল বিভাগের বিচারকের দায়িত্ব অনেক বেশী। আপিল বিভাগে বিচারের পর আর কোন বিচারের সুযোগ নেই। তাই আপিল বিভাগের বিচারকদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠায় অত্যন্ত সতর্কতার সহিত দায়িত্ব পালন করতে হয়। তিনি দেশে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় দেশবাসীর সর্বাত্মক সহযোগিতা ও দোয়া কামনা করেন। তিনি রবিবার সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী খান স্মৃতি মিলনায়তনে নেত্রকোনা পৌরসভা কর্তৃক তাকে দেয়া নাগরিক সংবর্ধণার জবাবে এসব কথা বলেন।
নেত্রকোনা পৌরসভার মেয়র আলহাজ¦ নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সংবর্ধণা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব ও বাংলাদেশ সরকারী কর্মকমিশনের সদস্য উজ¦ল বিকাশ দত্ত, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, আটপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ খায়রুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামছুর রহমান ভিপি লিটন, অর্থ সম্পাদক হাফিজুর রহমান খান, জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমীন, জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা নির্মল দাস, প্যানেল মেয়র-১ আমীর বাশার, প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন শেখ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আইয়ুব আলী, সিংহের বাংলা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, জেলা আওয়ামীলীগের সদস্য দীপায়ন সরকার দীপ ও নেত্রকোনা সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ্ এমরান প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ