Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পূজা উপলক্ষে অণিমা রায়ের চার নতুন গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম


শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে দেশের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অণিমা রায় তার ৪ টি নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশ করছেন। গাতকাল রাত ১০ টায় এ উপলক্ষে চ্যানেল আইতে শিল্পীর একক সংগীতানুষ্ঠান প্রচার হয়। অনুষ্ঠানের নাম নিবেদন। এই অনুষ্ঠানেই শিল্পীর গাওয়া ৪ টি নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশ করা হয়। একই সাথে গানগুলি চ্যানেল আই-এর ডিজিটাল প্ল্যাটফর্ম ও অণিমা রায়ের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। অণিমা রায় বলেন, একজন শিল্পী হিসেবে উৎসবকে রাঙাতেই নিজের শ্রোতা-দর্শককে গানই নিবেদন করতে চাই। এটি আমার দর্শক-শ্রোতাদের জন্য শারদীয় শুভেচ্ছা। এটা খুবই আনন্দের বিষয় যে, এবারের পূজায় অনেকেই উৎসবের গান প্রকাশ করছেন। তবে আমি মনে করি, শুধু একটি দিনকে মাথায় রেখে কোনো গানের ব্যপ্তি বা তার রেশ মাত্র এক দিন বা এক সপ্তাহ থাকা উচিৎ নয়। তাই উৎসব উপলক্ষে এমন কিছু গানের মিউজিক ভিডিও উপহার দিচ্ছি যার আবেদন থাকবে বছরের প্রতিটি দিনের জন্য। এছাড়া এই কাজগুলোতে আমার নিজের মিউজিক স্কুল সুরবিহার-এর ছাত্র-ছাত্রীরা নেচেছে, মডেল হিসেবে অংশ নিয়েছে। তাই আনন্দটা আলাদা। মানিকগঞ্জের এক জমিদার বাড়িতে আমরা টানা দুদিন ধরে কাজগুলো করেছি। গানগুলো আমার ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে অনন্য এক স্মারক হয়ে থাকবে। গানগুলো হচ্ছে, অতুল প্রসাদ সেনের বধু ক্ষণিকের দেখা ও মোর আজি গাঁথা, রজনীকান্ত সেনের আমি অকৃতি অধম এবং দ্বিজেন্দ্রলাল রায়ের বধুয়া আমিও একাকী। গানগুলির মিউজিক ভিডিও নির্মান করেছেন ইয়ামিন ইলান। এছাড়া আজ বিকেল তিনটায় একুশে টিভির বিশেষ আয়োজন পূজার দিনে গানে গানে শিরোনামের অনুষ্ঠানে সরাসরি গাইবেন তিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ