Inqilab Logo

ঢাকা মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০, ১৬ অগ্রহায়ণ ১৪২৭, ১৫ রবিউস সানি ১৪৪২ হিজরী

জায়েদ দরবারকে বিয়ে করেছেন গওহর খান?

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

গুজব রটেছে অভিনেত্রী গওহর খান তার কথিত প্রেমিক জায়েদ খানকে বিয়ে করে ফেলেছেন। আর তাও আজ কাল নয় গত বছর নভেম্বর মাসে তারা নাকী বিয়ের কাজটি সম্পন্ন করে ফেলেছেন। জায়েদ হলে বলিউডে মিউজিক কম্পোজার ইসমাইল দরবারের ছেলে। পেশাগতভাবে তিনি নিজে একজন কোরিওগ্রাফার এবং সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। স¤প্রতি গওহর প্রায় লাগাতারভাবে তার ইনস্টাগ্রামে জায়েদের সঙ্গে কিছু অন্তরঙ্গে ছবি আর ভিডিও পোস্ট করেছেন। আর তার পর থেকেই এই গুজব আরও একটি শক্তিশালী হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে গওহর এই গুজব ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। “এর সবই গুজব। যদি কিছু ঘটত বা ঘটে আমি আপনাদের জানাতাম,” গওহর বলেন। যে ভিডিওটি বিশেষ করে এই গুজবের জন্য অনুঘটক হিসেবে কাজ করেছে তাতে গওহর আর জায়েদকে নেহা কাক্কার আর পরমিশ ভার্মার কণ্ঠে ‘ডায়মন্ড দা ছাল্লা’ গানের সঙ্গে নাচতে দেখা গেছে। ভিডিও ক্লিপটির শেষে জায়েদ হাঁটু গেড়ে গওহরের অনামিকায় আংটি পরিয়ে দেন।দেখে অনেক ভক্তের ধারণা হয়েছে এটি আসলেই বিয়ের প্রস্তাব।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিয়ে

২০ নভেম্বর, ২০২০
১২ নভেম্বর, ২০২০
৩০ অক্টোবর, ২০২০

আরও
আরও পড়ুন