Inqilab Logo

মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমণে আরো একজনের মৃত্যু আক্রান্তের সংখ্যা ২৪ ঘন্টায় আগের ৭২ ঘন্টায় ৩গুন বাড়ল

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২০, ১২:৩৫ পিএম

দক্ষিণাঞ্চলে সোমবার সকালের পূর্ববর্তি ২৪ ঘন্টায় করেনা সংক্রমণ আকষ্মিকভাবে প্রায় তিনগুন বৃদ্ধির সাথে ৯ দিনের মাথায় আবার মৃতের তালিকায় উঠে আসল এ অঞ্চলের নাম। ভোলা জেনারেল হাসপাতালে একজনের মৃত্যুর মধ্যে দিয়ে দক্ষিনাঞ্চলে করোনা সংক্রমনে মৃতের সংখ্যা ১৭৬-এ পৌছল। ফলে এ অঞ্চলে মৃত্যুর হার ২.০০%-ই থাকল। সোমবার সকালের পূবর্বর্তি ২৪ ঘন্টায় নতুনকরে ৩৩ জন আক্রান্ত হয়েছে। যা আগের ৭২ ঘন্টায় ছিল ২৪ জন। মূলত নমুনা পরিক্ষার সংখ্যা ক্রমাগত হ্রাসের ফলে পূর্ববর্তি ৭২ ঘন্টায় আক্রান্তের সংখ্যা কম মনে হলেও বাস্তবে পরিস্থিতি ছিল ভিন্ন। পূবর্বর্তি ৩ দিনে মাত্র ২০৮ জনের নমুনা পরিক্ষায় ২৪ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়। বিশেষজ্ঞ চিকিৎসকগন বারবারই করোনার নমুনা পরিক্ষার সংখ্যা বৃদ্ধির ওপর তাগিদ দিয়ে আসছেন। তবে সোমবার সকালের পূর্ববর্তি ২৪ ঘন্টায় নতুন ৩৩ জন সহ দক্ষিণাঞ্চলে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যাটা দাড়িয়েছে ৮ হাজার ২৪৫ জনে। সুস্থতার হার ৯৩.৬৯%।
সোমবার সকালের পূর্ববর্তি ২৪ ঘন্টায় ১৩৭ জনের নমুনা পরিক্ষায় সনাক্তের সংখ্যা ছিল ৩৮। এরমধ্যে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১০৭ জনের মধ্যে ৩৬ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়। সনাক্তের হার প্রায় ৩৫%। যা অনেকটা উদ্বেগজনক বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকগন। আর এসময়ে ভোলা জেলা হাসপাতালে মাত্র ২০ জনের নমুনা পরিক্ষায় সনাক্তের সংখ্যা ছিল দুই। সনাক্তের হার ১%। তবে সোমবার পর্যন্ত দক্ষিণাঞ্চলে গড় সনাক্তের হার ১৭.১২%।
গত ২৪ ঘন্টায় বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠীতে আক্রান্তের সংখ্যা বেড়েছে। এসময়ে বরিশালে আক্রান্তের সংখ্যা আগের দিনের এক থেকে ২০ জনে উন্নীত হওয়ায় জেলাটিতে মোট সংখ্যাটা দাড়িয়েছে ৩,৭৬৮ জনে। এপর্যন্ত মৃত্যু হয়েছে ৭২ জনের। এখনো জেলার আক্রান্ত ও মৃতের প্রায় ৮০ ভাগই বরিশাল মহানগরীতে। পটুয়াখালীতে আগের দিন কোন আক্রান্ত না থাকলেও গত ২৪ ঘন্টায় সংখ্যাটা ছিল ৭। জেলাটিতে এ পর্যন্ত ১,৪৯৮ জন আক্রান্তের মধ্যে ৩৭ জনের মৃত্যু হয়েছে। ভোলাতে আক্রান্তের সংখ্যা আগের দিনের সমান দুজন থাকলেও প্রায় আড়াই মাস পরে জেলাটিতে একজন করোনা সংক্রমিত রোগীর মৃত্যু ঘটল। ফলে দ্বীপ জেলাটিতে এপর্যন্ত ৭৭৫ জন আক্রান্তের মধ্যে ৭ জনের মৃত্যু ঘটল। পিরোজপুরে গত ৭২ ঘন্টায় কোন আক্রান্ত নেই। জেলাটিতে এ পর্যন্ত ১,১০৪ জন আক্রান্তের মধ্যে ২৪ জনের মৃত্যু হয়েছে। বরগুনা ও ঝালকাঠীতে আগের ২৪ ঘন্টায় কোন আক্রান্ত না থাকলেও সোমবার সকালের পূর্ববর্তি ২৪ ঘন্টায় বরগুনাতে ১ জন ও ঝালকাঠীতে ৩ জনের আক্রান্তের কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এনিয়ে বরগুনাতে ৯২৯ আক্রান্তের মধ্যে ১৯ জনের মৃত্যু ও ঝালকাঠীতে ৭২৬ জনের মধ্যে ১৬ জনের মৃত্যুর কথা জানাল কতৃপক্ষ।
সোমবার সকালে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছিলেন ১৬। যা আগের দিন একই সময়ে ছিল ১৪ জন। হাসপাতালটির আইসোলেশন ওয়ার্ডেও আগের দিনের ১২ জনের স্থলে সোমবার সকালে ১৭ জন চিকিৎসাধীন ছিলেন। আর আইসিউতে চিকিৎসাধীন ছিলেন ৪জন। আগের দিন সকালে সংখ্যাটা ছিল ৫।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ