Inqilab Logo

বৃহস্পতিবার, ০৫ আগস্ট ২০২১, ২১ শ্রাবণ ১৪২৮, ২৫ যিলহজ ১৪৪২ হিজরী

বিশ্ববিদ্যালয় কেন খোলা হবে না?

| প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

বাংলাদেশে এখন সকল ধরনের সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান খোলা। বাস স্ট্যান্ড, রেল স্টেশন, হাট-বাজার, সিনেমা হল সব স্বাভাবিক। সব কিছু আগের মতোই চলছে। কোচিং সেন্টার, প্রাইভেট টিউশনি চলছে। বাস্তবিক অর্থে কোন কিছুই বন্ধ নেই। শুধু বন্ধ আছে শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু কেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে সেটাই বড় প্রশ্ন। সাধারণ জনতার চেয়ে কী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা কম সচেতন? দেশের বিশ্ববিদ্যালয় বন্ধ রেখে সবকিছু খোলে রাখার যৌক্তিকতা কী? বিশ্ববিদ্যালয়গুলো খোলা থাকলে হয় তো আর কিছু না হোক অন্তত সাধারণ শিক্ষার্থীরা নানা ধরনের গবেষণা চালাতে পারতো। কেননা, বিশ্ববিদ্যালয়কে বলা হয় গবেষণার আতুর ঘর। গবেষণার আতুর ঘর বন্ধ রেখে কীভাবে করোনা তাড়ানো যাবে, সেটি আমাদের বুঝে আসছে না। তাই আমাদের দাবি, বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিন। তাতে শিক্ষার্থীরা করোনা ভাইরাসের বিষয় নিয়ে গবেষণা করে নতুন কিছু আবিষ্কার করার সুযোগ পাবে।
শাবলু শাহাবউদ্দিন
শিক্ষার্থী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন